এ সময়ের দুই তরুণ প্রেমে ঝামেলা নিয়ে কথা বলছিলেন। একজনকে প্রেম নিয়ে পরামর্শ দিতে গিয়ে বলতে শোনা যায়, ‘এই যুদ্ধে তুই কিন্তু একা। তোর সঙ্গে কেউ নেই। একটা লোকও নেই...।’ কথা শেষ করতে পারেন না তরুণ, পাশ থেকে কে যেন গুরুগম্ভীর কণ্ঠে বলে ওঠে, ‘আমি তো আছিই।’ ঘুরে তাকিয়ে দুই তরুণ তো অবাক! এ–্ও কি সম্ভব! এ যে স্বয়ং উত্তর কুমার দাঁড়িয়ে! দৃশ্যটি সৃজিত মুখার্জির নতুন সিনেমা ‘অতি উত্তম’-এর ট্রেলার প্রিভিউয়ের। ‘মহানায়ক’-এর ৪৩তম মৃত্যুবার্ষিকীতে আজ সন্ধ্যায় মুক্তি পেয়েছে ট্রেলার প্রিভিউটি।
২০২১ সালে উত্তম কুমারের জন্মদিনে এই ছবির পোস্টার প্রকাশ করেছিলেন সৃজিত। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টার শেয়ার করে তিনি লিখেছিলেন, চার বছরের গবেষণা, উত্তম কুমারের ৬২টি ছবি বারবার দেখে, প্রয়োজনীয় অনুমতি নিয়ে, ভিএফএক্স–বিশেষজ্ঞদের সঙ্গে অগণিত বৈঠকের পর ছবিটি তৈরি করতে যাচ্ছেন তিনি। অবশেষে চলতি বছরই মুক্তি পাচ্ছে ছবিটি।
ভারতের অনলাইন গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলা জানিয়েছে, ছবিটিতে উত্তম কুমারের চরিত্রে তাঁকেই দেখা যাবে। ছবির গল্প আবর্তিত হবে কৃষ্ণেন্দু ও সোহিনীকে ঘিরে। তাঁদের প্রেমের অনেকটাই জুড়ে আছেন উত্তম কুমার।
কৃষ্ণেন্দুর চরিত্রে অভিনয় করবেন অনিন্দ্য সেনগুপ্ত। রোশনি ভট্টাচার্য থাকবেন সোহিনীর চরিত্রে। উত্তম কুমারের নাতির চরিত্রে থাকছেন গৌরব চট্টোপাধ্যায়।
এই গল্পের চরিত্র কৃষ্ণেন্দু আদতে একজন গবেষক, তাঁর গবেষণার বিষয় হলেন উত্তম কুমার। কিন্তু এদিকে গবেষকের প্রেমজীবনে আবির্ভাব হয় সমস্যার। সেই সমস্যা সমাধান করার জন্যই তিনি শরণ নেন বাংলা ও বাঙালির রোমান্টিক নায়ক উত্তম কুমারের। কীভাবে? সেটাই দেখা যাবে ছবিতে।
শোনা যাচ্ছে, ছবিতে ভিএফএক্সের মাধ্যমে অভিনয় করতে দেখা যাবে উত্তম কুমারকে। উত্তম কুমারের করা চরিত্র বা ছবির ফুটেজ কেটে কেটে এখানে তাঁর চরিত্রকে জীবন্ত করে তোলা হয়েছে।
এর আগে দৈনিক আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালক এই ছবির বিষয়ে বলেন, ‘বাংলা, ভারত তো বটেই, গোটা বিশ্বেও বোধ হয় এমন ছবি এর আগে তৈরি হয়নি বলেই মনে করি। ৫৪ বার চিত্রনাট্য লিখতে হয়েছে এই ছবির। ঘুরে ঘুরে সমস্ত ক্লিপিংয়ের স্বত্ব জোগাড় করতে হয়েছে।’
চলতি বছরের ডিসেম্বরেই মুক্তি পাবে ‘অতি উত্তম’।