‘ভূতের ভবিষ্যৎ’ সিনেমায় ‘আত্মারাম’ চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া পশ্চিমবঙ্গের অভিনয়শিল্পী উদয়শঙ্কর পাল মারা গেছেন।
গতকাল সন্ধ্যায় দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। পরিবার সূত্রে খবর, উদয়শঙ্কর ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। খবর আনন্দবাজার পত্রিকার
অল্প বয়সে নাট্যমঞ্চে উদয়শঙ্করের অভিনয়জীবনের সূত্রপাত। প্রায় তিন দশক তিনি নিয়মিত মঞ্চে অভিনয় করেছেন। বিয়ে করেননি তিনি। হাওড়ায় দাদার পরিবারে থাকতেন তিনি। অজস্র বাংলা ছবিতে অভিনয় করেছেন উদয়শঙ্কর। তবে অনীক দত্ত পরিচালিত ‘ভূতের ভবিষ্যৎ’ ছবিটি তাঁকে প্রচারের আলোয় নিয়ে আসে। ছবিতে তিনি রিকশাওয়ালা আত্মারামের চরিত্রে অভিনয় করেছিলেন। উদয়শঙ্কর অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘রয়েল বেঙ্গল রহস্য’, ‘চতুষ্কোণ’, ‘প্রফেসর শঙ্কু ও এল্ ডোরাডো’, ‘আশ্চর্য প্রদীপ’, ‘শজারুর কাঁটা’।
‘ভূতের ভবিষ্যৎ’ ছবিতে উদয়শঙ্কররের সহ-অভিনেতা ছিলেন সুমিত সমাদ্দার। তিনি বলেন, ‘আমরা একসঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছি। তাঁর সঙ্গে অনেক স্মৃতি। দুঃখের বিষয়, তাঁর দীর্ঘ নাট্যজীবন নিয়ে দর্শক বিশেষ একটা জানেন না। একটু আগে খবরটা পেয়ে মনটা খারাপ হয়ে গেল।’
সম্প্রতি পরিচালক অভিজিৎ পাল প্রথম সামাজিক যোগাযোগমাধ্যমে উদয়শঙ্করের শারীরিক অসুস্থতার কথা জানান। প্রথমে হাওড়ার একটি নার্সিং হোমে অভিনেতার চিকিৎসা শুরু হয়। কিন্তু ক্যানসারের মতো ব্যয়সাপেক্ষ চিকিৎসা করানোর ক্ষমতা উদয়শঙ্করের ছিল না। তারপর অভিনেতা দেবদূত ঘোষ ও পরিচালক শৈবাল মিত্রের উদ্যোগে আর্টিস্ট ফোরামের তত্ত্বাবধানে উদয়শঙ্করকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু চিকিৎসকেরা জানিয়ে দেন, বয়সজনিত সমস্যায় অভিনেতার চিকিৎসা করার ঝুঁকি রয়েছে। তারপরই এল দুঃসংবাদ।