চরকির সিরিজে মুগ্ধ সৃজিত

‘ষ’–এর গল্প ‘নিশির ডাক’–এ সংগীতশিল্পী প্রীতম হাসান
ছবি: চরকির সৌজন্যে

গত বছর যাত্রা শুরুর পর থেকেই বাংলাদেশি ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুগ্ধ পশ্চিমবঙ্গের অভিনয়শিল্পী, নির্মাতারা। চরকির সিরিজ নিয়ে আগেই নিজের মুগ্ধতার কথা জানিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কিছুদিন আগে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেতা ঋদ্ধি সেন চরকির সিরিজ ‘পেটকাটা ষ’-এর ভূয়সী প্রশংসা করেছেন। এবার করলেন নির্মাতা সৃজিত মুখার্জি।

আজ নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ‘পেটকাটা ষ’ নিয়ে নিজের মুগ্ধতার কথা লিখেছেন সৃজিত, ‘চরকির “পেটকাটা ষ” সম্ভবত যেকোনো ভাষায় আমার দেখা সবচেয়ে সেরা ওয়েব অ্যান্থলজি সিরিজগুলোর একটি। এটা আমাকে দাদির কণ্ঠের জাদু মনে করিয়ে দিয়েছে। আশির দশকের কলকাতায় লোডশেডিংয়ের দিনগুলোতে যা শুনতে পেতাম। গল্পগুলো ছায়াময় হ্রদ, ফিসফিসানি বন ও কল্পনার গ্রামের অন্য এক জীবন থেকে নেওয়া। যা এই সময়ের প্রেক্ষাপটে নিখুঁতভাবে, ডাক হিউমারের সঙ্গে তুলে ধরা হয়েছে।’

সৃজিত মুখোপাধ্যায়

এখানেই শেষ নয়, বাংলাদেশি ওয়েব কনটেন্টকে ‘সুনামি’র সঙ্গে তুলনা করেছেন সৃজিত, ‘বাংলাদেশের দুর্দান্ত ওয়েব কনটেন্টগুলো এখন কেবল আর নতুন বা অন্য ঢেউ নয়, সুনামিতে পরিণত হয়েছে।’

নুহাশ হুমায়ূন

সৃজিতের এই পোস্টের নিচে মন্তব্য করেছেন ‘পেটকাটা ষ’–এর নির্মাতা নুহাশ হুমায়ূন। তিনি লিখেছেন, ‘প্রশংসার জন্য ধন্যবাদ। “ষ”র গল্পগুলো প্রাচীন, প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা, যা সীমানা অতিক্রম করে। গল্পগুলো আমাদের সবার কথা বলে। আমি আনন্দিত যে এটা কানেক্ট করেছে।’

পোস্টের নিচে মন্তব্য করেছেন বাংলাদেশি অভিনেতা চঞ্চল চৌধুরী, সৃজিতের পরিচালনায় কাজ করা আজমেরী হক বাঁধন।

মন্তব্য করেছেন অনেক সাধারণ দর্শকও। অনেকেই তাঁকে ‘ঊনলৌকিক’সহ চরকির অন্যান্য সিরিজ দেখার পরামর্শ দিয়েছেন।


এই প্রথম নয়, বাংলাদেশি সিরিজ ও অভিনেতাকে নিয়ে কয়েক দিন আগেই প্রশংসাসূচক মন্তব্য করেছিলেন সৃজিত। তখন ওয়েব সিরিজ ‘কারাগার’-এ চঞ্চল চৌধুরীর অভিনয়ের তারিফ করেন এই ভারতীয় পরিচালক।

‘ষ’-এর অভিনয় শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি, নির্মাতা নুহাশ হুমায়ূনসহ অন্যরা
অনেক দর্শক সৃজিতকে ‘ঊনলৌকিক’সহ চরকির অন্যান্য সিরিজ দেখার পরামর্শ দিয়েছেন

গত কয়েক দিনে সৃজিত ছাড়াও বাংলাদেশি সিনেমা ও সিরিজ নিয়ে প্রশংসা করছেন পশ্চিমবঙ্গের অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। একটি ভারতীয় টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘প্রতিটা দেশেই একটি সময় আসে। বাংলাদেশ এখন ওই সময়টার মধ্য দিয়ে যাচ্ছে। দীর্ঘ অন্ধকারের পর আশফাক নিপুন, শাওকী ও সুমনরা এগিয়ে এসেছেন।’