সমরেশ মজুমদারের উপন্যাস থেকে নির্মিত যে সিনেমার শুটিং হয়েছিল বাংলাদেশেও
বিনোদন ডেস্ক
আজ প্রয়াত হয়েছেন পশ্চিমবঙ্গের লেখক সমরেশ মজুমদার। তাঁর লেখা বেশ কয়েকটি উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে চলচ্চিত্র। এর মধ্যে একটি সিনেমার শুটিং হয়েছিল বাংলাদেশেও। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক গল্প।
১৯৭৯ সালে সমরেশ মজুমদারের লেখা অবলম্বনে নির্মিত হয় ‘দৌড়’ সিনেমা। তবে সেভাবে আলোচিত হতে পারেনি সেটি। পরে জনপ্রিয় এই লেখকের বেশ কটি উপন্যাস অবলম্বনে ছবি হলেও সেগুলোরই একই পরিণতি হয়। ২০০৯ সালে অনিমেষ, মাধবীলতাকে পর্দায় নিয়ে আসেন গৌতম ঘোষ, লেখকের কালজয়ী উপন্যাস অবলম্বনে তৈরি করেন ‘কালবেলা’। অনিমেষ ও মাধবীলতার চরিত্রে অভিনয় করেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পাউলি দাম। সমরেশের উপন্যাস থেকে নির্মিত যে সিনেমাগুলো দর্শকনন্দিত হয়েছে, তার মধ্যে ‘কালবেলা’ অন্যতম
সমরেশ মজুমদারের লেখা জনপ্রিয় গোয়েন্দা চরিত্র অর্জুন। এই সিরিজের প্রধান পটভূমি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ। ‘অর্জুন’-এর কাহিনি নিয়ে সিনেমা হয় ২০১৩ সালে—‘অর্জুন: কালিম্পং এ সীতাহরণ’। ছবিতে অর্জুনের চরিত্রে অভিনয় করেন ওম
বিজ্ঞাপন
সমরেশ মজুমদারের লেখা থেকে আরেকটি প্রশংসিত সিনেমা ‘বুনো হাঁস’। ২০১৪ সালে মুক্তি পাওয়া ছবিটির পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী। ছবিতে অভিনয় করেন দেব, শ্রাবন্তী চ্যাটার্জি, তনুশ্রী চক্রবর্তী, মুন মুন সেন প্রমুখ। ছবিটি ছিল সেই সময়ে টালিগঞ্জে নির্মিত অন্যতম ব্যয়বহুল সিনেমা। ছবিটির সঙ্গে বাংলাদেশের যোগও আছে। এর কিছু অংশের শুটিং হয়েছিল বাংলাদেশেও। এ ছাড়া কলকাতা, মুম্বাই, থাইল্যান্ডেও হয় ছবিটির দৃশ্য ধারণ
বিজ্ঞাপন
আইএমডিবির তথ্য অনুসারে, সমরেশ মজুমদারের উপন্যাস থেকে নির্মিত সর্বশেষ সিনেমা ‘জালবন্দী’। পীযূষ সাহা পরিচালিত সিনেমাটি মুক্তি পায় ২০২২ সালে। তবে প্রিন্স প্রাচুর্য, দর্শনা বণিক, পায়েল সরকার প্রমুখ