অসৎ পথে উন্নত জীবন কাটানোর চেয়ে না খেয়ে থাকা অনেক সম্মানের...

সামাজিক যোগাযোগমাধ্যমে বিনোদন অঙ্গনের প্রায় সবাই কাজের তথ্য প্রদানের পাশাপাশি মনের কথাও ব্যক্ত করেন। কখনো তা বিশেষ বিশেষ উপলক্ষ ঘিরেও হয়। আবার কখনো প্রতিদিনকার। বিনোদন অঙ্গনে কয়েকজনের ফেসবুক পেজ ও আইডিতে চোখ বুলিয়ে নেওয়া যাক...
ছোটপর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী মেহজাবীন অভিনয়ের নতুন মাধ্যম ওটিটিতেও ব্যস্ত সময় পার করছেন। তাঁর অভিনীত সর্বশেষ নাটক ‘অনন্যা’ বেশ প্রশংসিত হয়েছে। অভিনয়ের পাশাপাশি মেহজাবীন ঘুরতেও ভালোবাসেন। তুরস্কের বিখ্যাত কাপ্পাদোসিয়াতে ঘোরাঘুরির সময় এই দুটি স্থিরচিত্র পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘এখন পর্যন্ত আমার ভ্রমণ করা সবচেয়ে সুন্দর জায়গা।’
ছোটপর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী মেহজাবীন অভিনয়ের নতুন মাধ্যম ওটিটিতেও ব্যস্ত সময় পার করছেন। তাঁর অভিনীত সর্বশেষ নাটক ‘অনন্যা’ বেশ প্রশংসিত হয়েছে। অভিনয়ের পাশাপাশি মেহজাবীন ঘুরতেও ভালোবাসেন। তুরস্কের বিখ্যাত কাপ্পাদোসিয়াতে ঘোরাঘুরির সময় এই দুটি স্থিরচিত্র পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘এখন পর্যন্ত আমার ভ্রমণ করা সবচেয়ে সুন্দর জায়গা।’
শাকিব খানকে নিয়ে পরিচালক অনন্য মামুন বানিয়েছেন ‘দরদ’ নামের প্যান ইন্ডিয়ান ছবি। এই ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান। ছবিটি আগামী ফেব্রুয়ারিতে মুক্তির কথা থাকলেও আপাতত তা সম্ভব হচ্ছে না। হঠাৎ শোনা গেল, ছবিটি ঈদুল ফিতরে মুক্তির সম্ভাবনা আছে। তবে পরিচালক ও প্রযোজক কেউই এমনটা নিশ্চিত করেননি। এদিকে শাকিব খান ভারতের হায়দরাবাদে ‘রাজকুমার’ ছবির শুটিংয়ের ফাঁকে ‘দরদ’ ছবির প্রচারণার জন্য ফটোশুটে অংশ নিয়েছেন। সেই ফটোশুটের সময় শাকিব খানের সঙ্গে একটি ছবি ফেসবুকে পোস্ট করে অনন্য মামুন ‘দরদ’ প্রসঙ্গে লিখেছেন, ‘ঈদ লাগবে না, যেদিন দরদ রিলিজ হবে, সেই দিনই তো আসল ঈদ। দরকার ছিল এক রানের, কিন্তু ড্রাইভ এত ভালো হলো, সেটা চার হয়ে গেল...। নতুন কিছু নিয়ে ভাবছি...।’
চিত্রনায়ক সাইমন সাদিক বরাবরই উচিত কথা বলায় সিদ্ধহস্ত। বিভিন্ন সময় তাঁর এমন কথাবার্তার প্রমাণ পাওয়া গেছে। সর্বশেষ এই নায়ক সাফটা চুক্তিতে নিয়ম না মেনে ভারতীয় ছবি আমদানির ব্যাপারেও প্রতিবাদ জানিয়েছেন। চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনের নীরবতায় নিজের সংগঠন চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে পদত্যাগের আবেদনও জানিয়েছেন। এই ঢালিউড তারকা কলকাতার রাস্তার একটি স্থিরচিত্র পোস্ট করে ক্যাপশনে জুড়ে দিয়েছেন, ‘অসৎ পথে উন্নত জীবন কাটানোর চেয়ে তিন বেলা না খেয়ে থাকা অনেক সম্মানের।’