প্রথম আলো কার্যালয়ে পরমব্রত চট্টোপাধ্যায়
প্রথম আলো কার্যালয়ে পরমব্রত চট্টোপাধ্যায়

বাবা হচ্ছেন পরমব্রত, জানালেন নিজেই

প্রথমবারের মতো বাবা হচ্ছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে সুখবরটি ভাগাভাগি করে নিয়েছেন অভিনেতা।

নিজেদের ও দুই পোষ্যর ছবি পোস্ট করে পরমব্রত লিখেছেন, ‘নতুন সদস্য যোগ হতে চলেছে এই পরিবারে।’

পশ্চিমবঙ্গের গণমাধ্যম আনন্দবাজার অনলাইনকে পরমব্রতের স্ত্রী প্রিয়া চক্রবর্তী জানিয়েছেন, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তিনি।

পরমব্রত ও প্রিয়া। ফেসবুক থেকে
পরমব্রত ও প্রিয়া। ফেসবুক থেকে

চিকিৎসক জানিয়েছেন, সব ঠিক থাকলে জুন মাসে তারকা দম্পতির সন্তান পৃথিবীর আলো দেখবে।

প্রিয়া বলেন, ‘শুক্রবার প্রতিদিনের মতোই নানা কাজে ব্যস্ত ছিলাম আমরা। তারপর চিকিৎসকের কাছে যাই। নিয়মিত পরামর্শ নেওয়ার মধ্য দিয়ে যাচ্ছি। বাড়ি ফিরে ঠিক করি, এবার জানানোর সময় এসেছে।’ এরপরই আজ সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়েছেন এই তারকা দম্পতি।  

২০২৩ সালের নভেম্বরে খুব কাছের কয়েকজন মানুষদের নিয়ে বাড়িতেই আইনি বিয়ে সারেন পরম-প্রিয়া।  তবে বিয়ের আগে তাঁদের প্রেম নিয়ে দুজনেই জানিয়েছেন, তাঁরা শুধুই ভালো বন্ধু। বিয়ের পরও অবশ্য বন্ধুত্ব অটুট, তবে পরিবারে এবার বন্ধুর সংখ্যা বাড়তে চলেছে। পরম-প্রিয়াকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তারকা থেকে শুরু করে তাঁদের ভক্ত-অনুসারীরা।