নচিকেতা চক্রবর্তীর হাতে ‘মহানায়ক সম্মান’ তুলেন দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নচিকেতা চক্রবর্তীর হাতে ‘মহানায়ক সম্মান’ তুলেন দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

‘মহানায়ক সম্মান’ পেলেন নচিকেতা ও রচনা ব্যানার্জি

মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবসে ‘মহানায়ক সম্মান’ পেলেন সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী ও অভিনেত্রী রচনা ব্যানার্জি।

আজ উত্তম কুমারের ৪৪তম প্রয়াণ দিবসে দক্ষিণ কলকাতার আলিপুরের ধনধান্যে প্রেক্ষাগৃহে আয়োজিত স্মরণসভায় তাঁকে গভীরভাবে স্মরণ করেছে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর। চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য ‘মহানায়ক সম্মান’ পেয়েছেন নচিকেতা ও রচনা।

অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বিশেষ সম্মান দেওয়া হয়

এ ছাড়া অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বিশেষ সম্মান দেওয়া হয়। অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য, শুভাশিষ মুখোপাধ্যায় ও রুক্মিণী মৈত্র পেয়েছেন বিশেষ চলচ্চিত্র সম্মান।

সম্মান তুলে দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমরা এই রাজ্যে ক্ষমতায় আসার পর ২০১১ সালে চালু হয় এই সম্মান প্রদান অনুষ্ঠান। আমি যত দিন থাকব, তত দিন চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্য এ সম্মান প্রদান অনুষ্ঠান চলবে।’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পুরস্কার হাতে শুভাশিষ মুখোপাধ্যায়, প্রসেনজিৎ অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য ও রুক্মিণী মৈত্র

পদক প্রদান অনুষ্ঠানের পর আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের। এই অনুষ্ঠানে মহানায়কের অভিনীত চলচ্চিত্রের সংগীত পরিবেশন করবেন অরুন্ধতী হোম চৌধুরী, নচিকেতা চক্রবর্তী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়, রূপঙ্কর বাগচি, লোপামুদ্রা মিত্র, সৈকত মিত্র, জোজো, ইন্দ্রনীল সেন প্রমুখ।

আজ সকালে টালিগঞ্জের ছবিপাড়ার মহানায়ক উত্তম কুমারের ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করেন কলকাতার বিশিষ্টজনেরা। এতে অংশ নেন মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী ইন্দ্রনীল সেন, বিধায়ক দেবাশীষ কুমার, অভিনেত্রী রত্না ঘোষালসহ মহানায়ক পরিবারের সদস্যরা। উত্তম পরিবারের মধ্যে পুত্র গৌতমের সহধর্মিণী, উত্তম কুমারের সহোদর অভিনেতা তরুণ কুমারের কন্যাসহ আরও অনেকে ছিলেন।

এদিকে উত্তম কুমার প্রতিষ্ঠিত শিল্পী সংসদের উদ্যোগে আজ থেকে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী মহানায়ক উত্তম কুমার চলচ্চিত্র উৎসব। আজ বিকেলে ‘সাড়ে চুয়াত্তর’ ছবি প্রদর্শনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় এই উৎসবের কলকাতার ঐতিহ্যবাহী নন্দন প্রেক্ষাগৃহে। এই চলচ্চিত্র উৎসব চলবে নন্দন-১, নন্দন-২ ও নন্দন-৩ প্রেক্ষাগৃহে।

মহানায়ক উত্তম কুমার মাত্র ৫৩ বছর বয়সে বিদায় নেন। কলকাতার আহিরিটোলায় ১৯২৬ সালের ৩ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি। আর শেষ বিদায় নেন কলকাতার বেলভিউ হাসপাতালে ১৯৮০ সালের ২৪ জুলাই। অভিনয় করেছেন আড়াই শ বাংলা ও হিন্দি ছবিতে। পেয়েছেন বহু পুরস্কার ও পদক।