পশ্চিমবঙ্গের অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য বাংলাদেশেও বেশ জনপ্রিয়। ‘ভিঞ্চি দা’, ‘গুমনামী’, ‘দ্বিতীয় পুরুষ’, ‘ড্রাকুলা স্যার’, ‘দশম অবতার’-এর মতো সিনেমা দিয়ে আলোচিত হয়েছেন তিনি। পরিচালনাতে এসেও প্রশংসা কুড়িয়েছেন। তাঁর নির্মিত ‘বল্লভপুরের রূপকথা’ ব্যবসায়িক সাফল্যের সঙ্গে সমালোচকদের প্রশংসাও পেয়েছে। এবার নতুন সিরিজে নতুন লুকে চমকে দিলেন তিনি।
১৫ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পাবে অর্পণ গড়াইয়ের ‘তালমার রোমিও জুলিয়েট’। এর সৃজনশীল পরিচালক অনির্বাণ ভট্টাচার্য।
সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। ট্রেলারে তাঁর লুক আর সংলাপ নিয়ে বিস্তর চর্চা চলছে অন্তর্জালে। বিশেষ করে তাঁর বলা সংলাপ ‘রিলাক্স, ফুল বডি রিলাক্স’ নিয়ে অনেক মিমও তৈরি হয়েছে।
উইলিয়াম শেক্সপিয়ারের ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ অবলম্বনে তৈরি হয়েছে ‘তালমার রোমিও জুলিয়েট’। এই প্রথম নয়, এর আগে শেক্সপিয়ারের নাটক অবলম্বনে ‘মান্দার’ সিরিজ বানিয়েছিলেন অনির্বাণ।
কাল্পনিক গ্রাম তালমাকে কেন্দ্র করে আবর্তিত হবে এই সিরিজ। অনির্বাণ এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের দৈনিক এই সময়কে বলেন, ‘এটি এমন একটি নাটক, আবেগ এবং একটি বিগত যুগের বিপরীতমুখী আকর্ষণের শক্তিশালী মিশ্রণ। আমরা “রোমিও জুলিয়েট”-এর মাধ্যমে দেখাতে চেয়েছিলাম কীভাবে প্রেম সব প্রতিকূলতার বিপরীতে তরি বাইতে পারে।’
সিরিজের প্রধান দুই চরিত্রে দেখা যাবে দেবদত্ত রাহা ও হিয়া রায়কে। দেবদত্তের চরিত্রের নাম রানা ও হিয়ার চরিত্রের নাম জাহানারা। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু হিয়ার। তারপর ধারাবাহিকে কাজ করেছেন। হইচইয়ের সিরিজ ‘জাতিস্মর’-এ দর্শক দেখেছিলেন তাঁকে। অন্যদিকে ‘ইন্দুবালা ভাতের হোটেল’ দিয়ে কাজ শুরু দেবদত্তর। সেখানে মনিরুলের চরিত্রে নজর কেড়েছিলেন দেবদত্ত। এরপর ‘বোধন’-এ অভিনয় করেন। এবার ‘তালমার রোমিও জুলিয়েট’-এর প্রধান চরিত্রে তিনি।
মুক্তি পাওয়া টিজার ও ট্রেলার দেখে বোঝা গেছে, সিরিজের প্রধান খল চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ। তাঁর সংলাপ বলা, চাহনি ভয় ধরিয়ে দিয়েছে দর্শকের মনে। তবে সিরিজ হিসেবে ‘তালমার রোমিও জুলিয়েট’ কেমন হলো সেটা বোঝা যাবে মুক্তির পরই।