ঢালিউড, টেলিভিশন, সংগীতসহ নানা অঙ্গনের তারকারা ফেসবুকে সরব। কোথায় যাচ্ছেন, কী করছেন—এমন তথ্যও দিচ্ছেন। শেয়ার করছেন ব্যক্তিগত কথাও। ছবিতে তারকাদের সেই রকম কিছু ঘটনা তুলে ধরা হলো।
যুক্তরাষ্ট্রপ্রবাসীদের আমন্ত্রণে মঞ্চ ও টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী এখন সেখানে অবস্থান করছেন। ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘নিউইয়র্কে ফ্রিডম টাওয়ারের ১০২ তলায় উঠছি মাত্র ১ মিনিটে। হে হে হে...কি ভয় পাচ্ছিস?’
তরুণ গায়ক তাশরীফ খান সিলেটে বন্যাদুর্গতদের পাশে থেকে আলোচনায় আসেন। বর্তমানে তিনি সিলেট থেকে বিদায় নিয়ে নিজের জেলা নেত্রকোনা ও অন্যান্য জেলার মানুষের পাশে দাঁড়াচ্ছেন। ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘বিদায় নিচ্ছি প্রিয় সিলেট। কোনো দিন ভুলতে পারব না এখানে কাটানো ১৮টা দিন। এখানের মানুষের কষ্ট আর বন্যার ভয়াবহতা আমার মনে দাগ কেটে থাকবে সারা জীবন।’
বিজ্ঞাপন
ছবিটি পোস্ট করে স্পর্শিয়া লিখেছেন, ‘এটা যে কেউ পেতে পারে, আমি এটা চাই না।’
বিজ্ঞাপন
অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা তাঁর মেয়ে ইলহামের সঙ্গে স্থিরচিত্র পোস্টে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ। মাই প্রিন্সেস।’২০১৬ সালে মুক্তি পাওয়া ‘শিকারি’ সিনেমার ছবিটি পোস্ট করে শাকিব খান লিখেছেন, ‘আরেকটি বড় মাইফলকের জন্য বেশি অপেক্ষা করতে পারছি না।’ছবিটি পোস্ট করে সংগীতশিল্পী আবিদা সুলতানা লিখেছেন, ‘আটলান্টিকের মাঝখানে ভাসছি আমি।’ নাদিয়া আফরীন মীম ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘এভাবেই আমার ভালো লাগে।’মৌসুমী হামিদ কাকে সাতসকালে ‘হাই’ দিলেন? ছবিটি পোস্ট করে লিখেছেন—‘হাই’।কোভিডে আক্রান্ত হয়েছিলেন সংগীতশিল্পী হৃদয় খান। কনসার্টের ছবি পোস্ট করে সেটাই স্মরণ করলেন। ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘কোভিডে আক্রান্ত হওয়ার পর প্রথম কনসার্ট করলাম। দর্শকদের সঙ্গে খুবই ভালো সময় কেটেছে।’জন্মদিনে শাড়িটি উপহার পেয়েছিলেন শবনম ফারিয়া। সেটাও দেড় বছর আগে। শাড়িটি পরে তিনি লিখেছেন, ‘প্রথম দেখাতেই আমি শাড়িটির প্রেমে পড়ে গিয়েছিলাম। ভেবেছি, একটু শুকালে ব্লাউজ বানাব, তারপর পরব। ভাবতে ভাবতে দেড় বছর চলে গেছে, শুকানোর নামগন্ধ নেই! রাগে, দুঃখে পরেই ফেললাম।’