জনপ্রিয় কোরীয় গায়িকা হোয়াসার বিরুদ্ধে কনসার্টে ‘অশালীন পরিবেশনা’র অভিযোগ তুলেছে দক্ষিণ কোরীয় একটি সামাজিক সংগঠন। পুলিশ স্টেশনে তাঁর বিরুদ্ধে অভিযোগ জানানোর পর বিতর্কের ঝড় উঠেছে কোরিয়াজুড়ে। হোয়াসাকে নিয়ে আরও তথ্য জানা যাক।
কোরীয় ব্যান্ড মামামুর সদস্য হোয়াসা দেশটির একটি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘ড্যান্সিং কুইনস অন দ্য রোড’ নামে একটি শোতে গান পরিবেশন করেন। মে মাসের মাঝামাঝি দিকে তাঁর পরিবেশনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে
বিজ্ঞাপন
সেই ভিডিওতে দেখা গেছে, হোয়াসা গানের পাশাপাশি নাচ পরিবেশন করেছেন। সেই পরিবেশনাকে ‘অশালীন’ আখ্যা দিয়ে তাঁর বিরুদ্ধে পুলিশে নালিশ দিয়েছে দেশটির শিক্ষার্থীদের অভিভাবকদের একটি সংগঠন
বিজ্ঞাপন
জুলাইয়ে এসে সেই অভিযোগের তদন্তে নেমেছে পুলিশ, বিষয়টি নিয়ে প্রতিক্রিয়াও দিয়েছেন হোয়াসা ২০১৪ সাল থেকে মামামু ব্যান্ডের সঙ্গে যুক্ত রয়েছেন হোয়াসা। ২৭ বছর বয়সী এই গায়িকা গীতিকার, র্যাপার, সুরকারও হিসেবেও পরিচিতগোল্ডেন ডিস্ক অ্যাওয়ার্ডসহ বেশ কয়েকটি পুরস্কার পেয়েছে তিনি