মাঠে ঘাম ঝরাচ্ছেন পর্দার তারকারা

অনুশীলনে ব্যস্ত আফরান নিশো
আয়োজকদের সৌজন্যে

বৃহস্পতিবারের সন্ধ্যা। আকাশে মেঘ। ঝিরঝির বৃষ্টি। রাজধানীর মাদানি অ্যাভিনিউর শেফস টেবিল কোর্টসাইড মাঠে বৃষ্টি মাথায় নিয়েই ভিড় করেছেন চলচ্চিত্র, টেলিভিশন ও গানের তারকারা। বিচিত্র জার্সি গায়ে ব্যাট-বল হাতে ছোটাছুটি করছেন কেউ কেউ। শুটিং ফেলে তারকারা মাঠে বৃষ্টির মধ্যে ব্যাট–বল হাতে, ঘটনা কী?
অনেক দিন পর ঢাকায় আয়োজন করা হয়েছে ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ ২০২৩’। বিনোদনের তারকারা এই লিগে অংশ নিচ্ছেন। আটটি দল নিয়ে এই আয়োজন। দলগুলোর নেতৃত্ব দিচ্ছেন গিয়াস উদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহিন, চয়নিকা চৌধুরী, সকাল আহমেদ, দীপংকর দীপন, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফি। এই আটজন আটটি দলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। সেপ্টেম্বর মাসজুড়ে চলছে অনুশীলন।

বৃহস্পতিবার মাঠে গিয়ে দেখা গেল, বেশ কয়েকটি দলের তারকারা মাঠে এসেছেন অনুশীলন করতে। মাঠের বিভিন্ন প্রান্তে ভাগ হয়ে অনুশীলন করছেন। তাঁদের মধ্যে বেশ উচ্ছ্বাস–উদ্দীপনা। অনুশীলনের ফাঁকে আড্ডা ও খুনসুটিতে রীতিমতো উৎসবমুখর পরিবেশ।

মাঠের দক্ষিণ দিকে রাজের টিমের অনুশীলন চলছিল। বিসিবির(বাংলাদেশ ক্রিকেট বোর্ড) পক্ষে ওয়াসিম খান অনুশীলন পরিচালনা করছিলেন। বল কীভাবে করতে হবে ও ধরতে হবে, তা দেখিয়ে দিচ্ছেন তিনি। তাঁর কথা মনোযোগ দিয়ে শুনছিলেন দলের রাজ, মেহজাবীন, জেফার, আরফিন রুমি, তৌসিফ, তামিম মৃধারা।

অনুশীলনের ফাঁকে আড্ডা ও খুনসুটিতে রীতিমতো উৎসবমুখর পরিবেশ

ওয়াসিম খান একটা চ্যালেঞ্জ দিলেন, ‘বল ছুড়ব। ফিল্ডিংয়ে যিনি বল ধরতে পারবেন, তাঁকে এক হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।’ পরপর দুবার মেহজাবীন চৌধুরী বল ধরে দুই হাজার টাকা জিতে নেন। দলের অন্যরা চিৎকার দিয়ে মেহজাবীনকে স্বাগত জানাচ্ছিলেন। একই দলের জেফারও একটি বল ধরে এক হাজার টাকা জেতেন।এর কিছুক্ষণ পর ব্যাট হাতে মেহজাবীন মাঠে নামেন। তৌসিফের করা প্রথম বলই পেটান মেহজাবীন। ‘সাব্বাস সাব্বাস’ বলে দলের অন্যরা উৎসাহ দেন মেহজাবীনকে।
অনুশীলনের ফাঁকে সেলিব্রিটি ক্রিকেট লিগ নিয়ে মেহজাবীনের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘আমরা প্রতিদিনই অনুশীলন করছি। ঘাম ঝরাচ্ছি। দুনিয়াজুড়ে আমাদের ক্রিকেট পরিচিতি পেয়েছে। অনেক ভালো করছেন আমাদের ক্রিকেটাররা। সামনে বিশ্বকাপ। আমরা জাস্ট উৎসাহ দিতে সেলিব্রিটি ক্রিকেটে অংশ নিয়েছি। তা ছাড়া ভবিষ্যৎ প্রজন্মের যে ছেলেরা ক্রিকেট খেলতে আসবে, তারা যেন ক্রিকেট নিয়ে ভালো কিছু করতে পারে।’

মেহজাবীন আরও বলেন, ‘সেলিব্রিটি ক্রিকেট লিগে সব মাধ্যমের তারকা অংশ নিয়েছেন। একটা মিলনমেলাও তৈরি হয়েছে এখানে। অনেকের সঙ্গে দেখা হচ্ছে। মজা হচ্ছে। আমরা সবাই একটা আড্ডা, আনন্দের মধ্য দিয়ে এই অনুশীলন করছি।’
মাঠের মাঝামাঝি দেখা গেল রায়হান রাফির টিমকে। ওই টিমে আছেন নিশো, অপু বিশ্বাস, সিয়াম, তমা মির্জা প্রমুখ। আফরান নিশোর হাতে ব্যাট। প্রতিটি বলই পেটাচ্ছেন। বোঝা গেল, খেলার হাত আছে নিশোর। কথা হয় নিশোর সঙ্গেও। মজা করে তিনি বলেন, ‘আমরা এখানে অনুশীলন করছি ঠিকই। কিন্তু আমরা হারার জন্য খেলব। যত বেশি রানে হারব, তত আমাদের সাকসেস।’

এসেছিলেন চঞ্চল চৌধুরী

নিশো হাসতে হাসতে আরও বলেন, ‘সবাই তো এখানে জিততে চাই। কয়টা দল আছে আমাদের মতো উদার, হারতে চায়। হারলে আমাদের টিমের জন্য বিগ অ্যাচিভমেন্ট হবে। হা হা হা...।’

পাশেই দাঁড়ানো নিশোর দলের অধিনায়ক রায়হান রাফি বলেন, ‘নিশো ভাই তো মজা করছেন। ব্যাপারটা হলো, জিততেই হবে, বড় কথা নয়। এই যে প্রতিদিন আমরা অনুশীলনে আসছি, সবার সঙ্গে দেখা হচ্ছে, ফান হচ্ছে, মিডিয়ার সব মাধ্যমের মানুষের সঙ্গে আড্ডা হচ্ছে—এটাও তো একটা বড় ব্যাপার। কারণ, আমরা সারা বছর কাজের মধ্যে থাকি। এ ধরনের সময় কাটানোর সুযোগ হয় না আমাদের।’

প্রতিদিনই অনুশীলন করছেন মেহজাবীন

জানা গেছে, ২৮ সেপ্টেম্বর মিরপুর ইনডোর স্টেডিয়ামে খেলা শুরু হবে। চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। ৩০ সেপ্টেম্বর ফাইনাল। আটটি দলে বিনোদনের বিভিন্ন মাধ্যম থেকে আরও খেলছেন আনিসুর রহমান মিলন, চঞ্চল চৌধুরী, ইরেশ যাকের, নাসির উদ্দিন খান, পিন্টু ঘোষ, পরীমনি, মৌসুমী হামিদ, শরীফুল রাজ, সজল, সাইমন সাদিক, বাপ্পী চৌধুরী, ববি, পিয়া জান্নাতুল, মম, শ্যামল দত্ত, তাসনিয়া ফারিণ, সাবিলা নূর, তানিয়া বৃষ্টি, তানজিয়া মিথিলা, শিরিন শিলা, শ্রাবণ্য তৌহিদা, জয় চৌধুরী প্রমুখ।
সেলিব্রিটি ক্রিকেট লিগের আয়োজক জিনেক্সট নামের একটি প্রতিষ্ঠান।