গাইছেন আহমেদ হাসান সানি
গাইছেন আহমেদ হাসান সানি

সানি বললেন, ‘ভীষণ ভালো লেগেছে, একেবারে অন্যরকম অভিজ্ঞতা’

এক যুগ ধরে গান করছেন গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী আহমেদ হাসান। ভক্তরা তাঁকে চেনেন সানি নামেই। নিজের লেখা গান গাওয়ার পাশাপাশি বব ডিলান, আহমেদ ছফা, আল মাহমুদ, শক্তি চট্টোপাধ্যায়কেও সুরে বেঁধেছেন তিনি। গানে-সুরে-কথায় গ্রহণযোগ্য হয়ে উঠেছেন নানান বয়সী শ্রোতার কাছে। এই সময়টায় চলচ্চিত্রেও গেয়েছেন তিনি। আজ শনিবার বিকেলে সানি এসেছিলেন প্রথম আলো কার্যালয়ে। কাজের ফাঁকে কর্মীদের বিনোদন দিতে প্রথম আলোর নিয়মিত আয়োজন ‘মিউজিক@ডেস্ক’ গান গেয়েছেন। মুগ্ধ করেছেন শ্রোতাদের, এমন আয়োজনে গাইতে পারাটাকে অন্যরকম অভিজ্ঞতা হিসেবে মনে করেছেন সানি।

গাইছেন আহমেদ হাসান সানি

ঢাকার প্রথম আলো কার্যালয়ের বিকেল সাড়ে চারটার দিকে গান শোনাতে আসেন সানি। শুরুতেই সানি গেয়ে শোনান ‘সব প্লাস্টিকের পুতুল’। এরপর একে একে কয়েকটি গান শোনান। কবি আল মাহমুদের ‘আমি আর আসব না বলে’ কবিতার সঙ্গে মুয়ীজ মাহফুজের ‘ঝরুক সন্ধ্যা কদম্বতলে’ জুড়ে দিয়ে গান বেঁধেছেন সানি, শিরোনাম দিয়েছেন ‘শহরের দুইটা গান’।

সানির জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। তাই ঘুরেফিরে তাঁর গানে কোনো না কোনোভাবে জড়িয়ে আছে শহরের কথা। শহুরে সোডিয়াম রাত, সিগন্যাল বাতি কিংবা ট্রাফিক—প্রতিদিনকার নাগরিক জীবনকে গানে বেঁধেছেন তিনি। এর বাইরে ‘আমারে উড়াইয়া দিয়ো’ গানে বিশ্বনাগরিক হওয়ার আকুলতা জানিয়েছেন সানি। ‘স্বপ্নজাল’ সিনেমার গানটি প্রকাশ্যে আসার পর শ্রোতৃমহলে সাড়া পড়ে। এদিন এই গানগুলোও শুনিয়েছেন তিনি। নিজের পছন্দের গানের পাশাপাশি উপস্থিত শ্রোতাদের অনুরোধও রেখেছেন।

আহমেদ হাসান সানি

প্রায় এক যুগ ধরে গাইলেও সানি আলোচনায় এসেছেন বছর চারেক ধরে। ‘শহরের দুইটা গান’ ও ‘আমরা হয়তো’ দিয়ে সাধারণ শ্রোতাদের কাছে বেশি পরিচিত হয়ে ওঠেন। মিউজিক@ডেস্ক আয়োজনে এই দুটি গানও শুনিয়েছেন। এর বাইরে ‘আনন্দ ভৈরবী’, ‘মানুষ কেন এ রকম’ এবং তাৎক্ষণিক অনুরোধে ‘ফিলিস্তিনের গান’ ও ‘কে আর বাজাতে পারে’ গান দুটিও গেয়ে শোনান।

সানি বললেন, ‘আমার ভীষণ ভালো লেগেছে। এটা একেবারে অন্যরকম অভিজ্ঞতা। প্রথমত, অফিসের মধ্যে এত ছোট পরিসরে গান গাওয়ার চর্চাটা খুবই চমৎকার একটা অভ্যাস। শিল্পীদের জন্যও ভালো। কারণ, তাঁরা সামনাসামনি শ্রোতাদের গান শোনানোর সুযোগ পান। আবার অফিসে যাঁরা কাজের মধ্যে ডুবে থাকেন, তাঁদের জন্যও দারুণ মুহূর্ত হয়ে থাকে। সব মিলিয়ে গানে গানে শিল্পী ও শ্রোতার একটা উপভোগ্য সময় কাটে।’

গাইছেন আহমেদ হাসান সানি

পুরো আয়োজনে বাদ্যযন্ত্রী হিসেবে সানির সঙ্গে গিটারে ছিলেন অন্তু। ধারণ এই আয়োজন শিগগিরই প্রথম আলো অনলাইন, ইউটিউব ও ফেসবুক পেজে দেখা যাবে। এখন পর্যন্ত মিউজিক@ডেস্ক–এ গান শুনিয়েছেন রফিকুল আলম, অদিতি মহসিন, হায়দার হোসেন, বাপ্পা মজুমদার, রাহুল আনন্দ, কৃষ্ণকলি ইসলাম, কনক আদিত্য, ফারজানা ওয়াহিদ সায়ান, নবনীতা চৌধুরী ও ঋতুরাজ বৈদ্য।