শনিবার কক্সবাজারে একটি কনসার্টে অংশ নিয়েছেন গায়ক শাফিন আহমেদ। সেখানে ছিল ভক্তদের ভিড়। এর মধ্যেই তিনি হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে একের পর এক খুদে বার্তা পাচ্ছেন। ভক্তরা খুদে বার্তায় জানতে চাইছেন, তিনি অস্ট্রেলিয়ায় নাকি? কোন এলাকায় উঠেছেন, কনসার্টে থাকছেন কি না, এমন নানা বার্তা। এই নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন শাফিন।
দীর্ঘদিন ধরেই মাইলস ব্যান্ডের সঙ্গেই ছিলেন শাফিন। কিন্তু দলটিতে ভাঙন ধরে। শাফিন আহমেদ এখন আর পুরোনো মাইলসে নেই। মাইলস থেকে আলাদা হয়ে ‘ভয়েস অব মাইলস’ নামে আরেকটি ব্যান্ড নিয়ে পথচলা শুরু করেন শাফিন। কিন্তু হঠাৎ করেই অস্ট্রেলিয়া থেকে ভক্তদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়।
কারণ, রোববার মাইলস অস্ট্রেলিয়ায় কনসার্টে গাইবেন, সেই প্রচারণা দেখে ভক্তরা শাফিনকে হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠাচ্ছেন। কেউ কেউ এমনও লিখছেন, ‘পোস্টারে শাফিন ভাইয়ের ছবি দেখলাম না, শাফিন ছাড়া মাইলস অসম্পূর্ণ...এমন মন্তব্য।’
শাফিন আহমেদ কক্সবাজার থেকে প্রথম আলোকে বলেন, ‘অনেক বছর মাইলসের সঙ্গে ছিলাম। হয়তো মাইলস মানে আমাদের ভক্তরা এখনো আমাকেই মনে করেন। সেই জন্যই তাঁরা এখনো আমাকে স্মরণ করেন। জানতে চাইছেন কেন আমি অস্ট্রেলিয়ায় যাচ্ছি না। এখনো সবাইকে বুঝিয়ে বলতে হচ্ছে, আসলে আমি আর মাইলসে নেই। আসলে ভক্তদের অনেকেই হতাশা প্রকাশ করেছেন। তাঁরা হয়তো আমার না থাকা ভালোভাবে নিচ্ছেন না। কিন্তু কিছু তো করার নেই। এগুলো নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। সবাই সবার মতো থাকুক। গত ৬ মাসে আমি তিনবার অস্ট্রেলিয়া গিয়েছিলাম। প্রতিবারই ভক্তদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছি।’
অস্ট্রেলিয়ায় নয়, আপাতত দেশেই গান নিয়ে ব্যস্ত শাফিন আহমেদ। এখন নিয়মিত কনসার্ট করছেন। ভক্তদের জন্য খুব শিগগির সুখবর নিয়ে আসছেন।
এদিকে ১৮ জুন জনপ্রিয় মাইলস ব্যান্ড অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ফায়ারফিল্ড শো গ্রাউন্ডে গাইবে। দলটি তাদের ফেসবুক পেজে লিখেছে, তারা গতকালই সিডনিতে পৌঁছেছে। বেশ আগে থেকেই কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে।