বাংলা সিনেমায় আলোচিত গান বেড়েছে, ব্যান্ডসংগীত ছন্দে ফিরেছে; পাশাপাশি শিল্পীদের একক গানও ছিল আলোচনায়
বাংলা সিনেমায় আলোচিত গান বেড়েছে, ব্যান্ডসংগীত ছন্দে ফিরেছে; পাশাপাশি শিল্পীদের একক গানও ছিল আলোচনায়

সিনেমায় আলোচিত গান বেড়েছে, ব্যান্ডসংগীত ছন্দে ফিরেছে

বাংলা সিনেমায় আলোচিত গান বেড়েছে, ব্যান্ডসংগীত ছন্দে ফিরেছে; কোক স্টুডিও বাংলার পাশাপাশি শিল্পীদের একক গানও ছিল আলোচনায়।

খেই হারিয়ে ফেলা সিনেমার গানে প্রাণ ফিরেছে। ‘ও প্রিয়তমা’, ‘ঈশ্বর’, ‘গা ছুঁয়ে বলো’-এর মতো আলোচিত গান মানুষের মুখে মুখে ফিরেছে। সুরের মায়াজাল ছড়ানো প্রেমের গানই আলো কেড়েছে, পাশাপাশি ভিন্ন স্বাদের লোকগানও আলোচনায় ছিল।
এই বছর আলোচিত গানগুলোর মধ্যে পরিচালক হিমেল আশরাফের ‘প্রিয়তমা’ সিনেমার ‘ও প্রিয়তমা’ গানে কণ্ঠ দিয়েছেন বালাম ও কোনাল। আসিফ ইকবালের কথায় গানটির সংগীতায়োজন করেছেন আকাশ সেন। তরুণ পরিচালক তপু খানের ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমার ‘সুরমা সুরমা’ গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও কোনাল। জাহিদ আকবরের কথায় গানের সুর করেছেন নাভেদ পারভেজ।

এই বছর সিনেমার আলোচিত গানের মধ্যে তিনটিই গেয়েছেন কোনাল, দুটিতে পাওয়া গেছে ইমরানকে। ইমরান ও কোনাল জুটির আরেক গান ‘মেঘের নৌকা’ও সাড়া ফেলেছে শ্রোতৃমহলে। নির্মাতা চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ সিনেমার গানটি লিখেছেন আসিফ ইকবাল; সংগীত পরিচালনা করেছেন ইমরান।

বালাম ও কোনাল। ছবি : ইনস্টাগ্রাম থেকে

আলোচিত গানের মধ্যে সর্বোচ্চ দুটি করে গান লিখেছেন আসিফ ইকবাল ও জাহিদ আকবর। গীতিকবি জাহিদ আকবরের লেখা আরেক গান ‘অচিন মাঝি’ প্রশংসা কুড়িয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ ভারতীয় সুরকার শান্তনু মৈত্রের সুরে গানটি গেয়েছেন রথীজিৎ ভট্টাচার্য। সিনেমাটি নির্মাণ করেছেন ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল।

এ বছরই প্রথমবারের মতো কোনো বাণিজ্যিক সিনেমার গানে পাওয়া গেছে সুরকার প্রিন্স মাহমুদকে। প্রিয়তমা সিনেমায় তাঁর সুরে ‘ঈশ্বর’ গানটি শ্রোতাদের হৃদয় ছুঁয়েছে। সোমেশ্বর অলির কথায় এই গানে কণ্ঠ দিয়ে পরিচিতি পেয়েছেন তরুণ গায়ক রিয়াদ।
‘গা ছুঁয়ে বলো’ গানে নিখাদ ভালোবাসা ছড়িয়েছেন তানজীব সারোয়ার ও অবন্তী সিঁথি। চরকি ও আলফা আই স্টুডিওজ লিমিডেটের যৌথ প্রযোজনায় রায়হান রাফীর সুড়ঙ্গ সিনেমার গানটি শ্রোতাদের হৃদয়ে তরঙ্গ ছড়িয়েছে। নিজের লেখা গানটির সুর করেছেন তানজীব সারোয়ার।

কনসার্ট দেখতে তরুণদের ভিড়। ছবি: প্রথম আলো

এই সিনেমার আরেক গান ‘ও টাকা তুই আমার কলিজা আর জান’ও আলোচনায় ছিল। রাসেল মাহমুদের কথা ও আরাফাত মহসিনের সুর-সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন কনা।

মৌলিক গানের পাশাপাশি একটি গোপালগঞ্জ অঞ্চলের লোকগানও সাড়া ফেলেছিল। মুজিব: একটি জাতির রূপকার সিনেমার ‘কী কী জিনিস এনেছ দুলাল’ শিরোনামে এই গান গেয়েছেন ভারতীয় শিল্পী ঊর্মি চৌধুরী।

এর আগে গত বছর ‘সাদা সাদা কালা কালা’, ‘টেকা পাখি’ ও ‘চলো নিরালায়’-এর মতো সিনেমার গান জনপ্রিয়তা পেয়েছিল। এর ধারাবাহিকতায় এই বছর জনপ্রিয় গানের সংখ্যা আরও বেড়েছে। মাঝে প্রায় এক দশকে জনপ্রিয় গানের সংখ্যা ছিল হাতে গোনা।

কোক স্টুডিও বাংলায় গাইছেন প্রীতম হাসান ও মমতাজ। প্রথম আলো

ছন্দে ফিরেছে ব্যান্ডসংগীত
কনসার্ট মূলত শীতকালে হয়। তবে করোনা মহামারির পর শীত-গ্রীষ্ম ছাপিয়ে বছরজুড়েই কনসার্টের খবর মিলছে। এই বছরও কনসার্ট আরও বেড়েছে। এই বছর আর্মি স্টেডিয়ামে ‘জয় বাংলা কনসার্ট’ ও ‘কোক স্টুডিও বাংলা লাইভ’-এর মতো বড় কনসার্ট দেখা গেছে। এসব আয়োজনে শ্রোতাদের ঢল নেমেছিল। এর বাইরে বছরজুড়ে ঢাকায় ‘দ্য স্কুল অব রক’, ‘চলো বাংলাদেশ কনসার্ট’, ‘দ্য নাইট অব প্রীতম হাসান’, ‘রক ইন দ্য সিটি’, ‘টু গাজা ফ্রম ঢাকা’ কনসার্ট, ‘ভালোবাসি জ্যোৎস্নায়’সহ দেশের নানা প্রান্তে নিয়মিত কনসার্ট হয়েছে। এসব কনসার্টে নগরবাউল, ওয়ারফেজ, আর্টসেল, শিরোনামহীনের মতো বড় ব্যান্ডকে দেখা গেছে।

ভারতীয় শিল্পীদের মধ্যে অঞ্জন দত্ত, নচিকেতা চক্রবর্তী, অনুপম রায়, অনুব জৈনসহ অনেকেই ঢাকায় গান করে গেছেন। এই বছর কলকাতায়ও ঢাকার ব্যান্ডের পদচারণ ছিল চোখে পড়ার মতো। মাকসুদ ও ঢাকা, ওয়ারফেজ, অ্যাশেজ, সোনার বাংলা সার্কাসসহ বেশ কয়েকটি ব্যান্ড কলকাতায় গান করে এসেছে।

প্রিন্স মাহমুদ

মাঝে ঢাকার ব্যান্ডগুলো নতুন গান করা কমিয়ে দিয়েছিল। এখন স্পটিফাই, ইউটিউবের মতো ডিজিটাল প্ল্যাটফর্মে গান প্রকাশ করে আয়ের পথ খোলায় নতুন গানে ফিরছে ব্যান্ডগুলো। এই বছর আর্টসেল, চিরকুট, লালন, মেঘদল, নেমেসিস, অড সিগনেচার, অ্যাশেজ, ব্ল্যাক—বেশ কয়েকটি ব্যান্ড নতুন গান প্রকাশ করেছে। বেশ কিছু অ্যালবামেরও কাজও চলছে।

আসিফ ইকবাল

কোক স্টুডিও বাংলা
বাংলা গানে ভিন্নমাত্রা যোগ করেছে কোক স্টুডিও বাংলা। এই বছর কোক স্টুডিও বাংলার দ্বিতীয় মৌসুমে এক ডজন প্রকাশিত হয়েছে। এর মধ্যে ‘মুড়ির টিন’, ‘বনবিবি’, ‘দেওরা’, ‘কথা কইয়ো না’, ‘দাঁড়ালে দুয়ারে’ ও ‘দিলারাম’ আলোচিত ও প্রশংসিত হয়েছে।

স্টুডিও বাংলার মঞ্চে হামিদা বানু

আরও আলোচিত গান
কোক স্টুডিও বাংলা ও সিনেমার গানের বাইরে একক ও দ্বৈত গানের মধ্যে মুজা ও জেফার রহমানের ‘ঝুমকা’ গানটি আলোচিত হয়েছে। গত ২৭ জানুয়ারি ইউটিউবে প্রকাশিত গানটির কথা লিখেছেন জেফার, মুজা ও শিবু। র‍্যাপার হাসান আলীর ‘বাজার গরম’ ও গায়ক ঈশান মজুমদারের ‘নিঠুর মনোহর’ শিরোনামে দুটি গানও প্রশংসা কুড়িয়েছে।