অস্ট্রেলিয়ার কনসার্টে গিয়ে দেশ নিয়ে উদ্বিগ্ন গানের দল ‘শিরোনামহীন’। বাংলাদেশে বন্ধ ছিল ইন্টারনেট সেবা। দেশের কোনো খবরও তারা জানতে পারছে না। জানাগেছে, উদ্বেগ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে গানের দলটি।
শিরোনামহীন তাদের অফিশিয়াল ফেসবুক লিখেছে, ‘বাংলাদেশের নেটওয়ার্ক পুরোপুরি অফ। কোনো নিউজ পাচ্ছি না। পরিবারের সঙ্গেও যোগাযোগ করতে পারছি না। দুশ্চিন্তায় কাটছে নির্ঘুম রাত।’
দেশের খবর সংগ্রহ করতে না পেরে প্রবাসী বাংলাদেশি যাঁরা দেশের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন তাঁদের কাছেও খবর চেয়েছে শিরোনামহীন। এ প্রসঙ্গে ফেসবুকে লিখেছে, ‘আমরা অস্ট্রেলিয়াতে অবস্থান করছি। তেমন কোনো আপডেট পাচ্ছি না। ছাত্র-ছাত্রী ভাইবোনেরা কে কোথায় কী অবস্থায় আছে কে জানে। একটাই অনুরোধ, নেটওয়ার্ক আসার সঙ্গে সঙ্গে জানাবেন আপনারা ঠিক আছেন নাকি! বাংলাদেশে কী হচ্ছে।’
শিরোনামহীন অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়ে গত ৯ জুলাই। জানাগেছে, উৎকণ্ঠা প্রকাশ করে শিরোনামহীন তাদের ফেসবুক পেজে নিজেদের গানের লাইন জুড়ে দিয়ে লিখেছে, ‘এখানে বসেই ছাত্র-ছাত্রীদের প্রতি চরম নিপীড়নের সাক্ষী হলাম। এখন এখানে ভোররাত। দেশে কী হচ্ছে কিছুই জানতে পারছি না। “মিছিলের আর কিছু বাকি, কেউ অধিকার খোঁজো নাকি? গণতান্ত্রিক রূপকথা সাইনবোর্ড হয়ে ঝুলে থাকি।”’