শহরে শীত নামছে, একের পর এক কনসার্টের খবরও মিলছে। তবে বছরের সবচেয়ে বড় কনসার্টটি হবে আগামী ডিসেম্বরে। বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা) ও চ্যানেল আইয়ের যৌথ আয়োজনে ২ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘ব্যান্ড ফেস্ট’ কনসার্টে গাইবে দেশের ১৮টি ব্যান্ড।
প্রায় এক দশক আগে ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর পরিকল্পনায় চ্যানেল আইয়ের উদ্যোগে শুরু হয়েছিল ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট’; প্রতিবছরের ডিসেম্বরের প্রথম শুক্রবারে চ্যানেল আই চত্বরে কনসার্টের আয়োজন করা হতো। সেই আয়োজনে বামবা যুক্ত হওয়ার পর এবার আরও বড় পরিসরে আর্মি স্টেডিয়ামে কনসার্টটি নেওয়া হচ্ছে।
বামবার সভাপতি হামিন আহমেদ প্রথম আলোকে জানান, আইয়ুব বাচ্চুর স্বপ্নকে ধারণ করে চ্যানেল আই প্রতিবছরের ১ ডিসেম্বরকে ব্যান্ড মিউজিক দিবস হিসেবে পালন করে আসছে। সেই উদ্যোগকে তাঁরা প্রতিষ্ঠিত করতে চান।
এ আয়োজনে গাইবে নগরবাউল, মাইলস, ওয়ারফেজ, শিরোনামহীন, অর্থহীন, আর্টসেল, সোলস, ফিডব্যাক, রেনেসাঁ, মাকসুদ ও ঢাকা, অবসকিউর, দলছুট, ভাইকিং, পেন্টাগন, ক্রিপটিক ফেইট, পাওয়ার সার্জসহ জনপ্রিয় ব্যান্ডগুলো।
কনসার্টটি সাধারণ দর্শকেরা কীভাবে দেখতে পারবে, সে বিষয়ে শিগিগরই আনুষ্ঠানিকভাবে জানাবে চ্যানেল আই ও বামবা।