সবুজ পাহাড়ের ভাঁজে ভাঁজে পেঁজা তুলার মতো মেঘরাশি ভেসে বেড়াচ্ছে। পাহাড়ের পাদদেশে জলাশয়ের ধারে বসে রবীন্দ্রসংগীত ‘আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল’ গাইছেন এক তরুণ গায়িকা। পেছনে একঝাঁক সাদা রঙের পাখি আকাশের পথে ডানা মেলেছে।
২৫ মে ফেসবুকে গানের ভিডিওটি প্রকাশ করেছেন গায়িকা অন্বেষা মণ্ডল। নিসর্গের মাঝে রবীন্দ্রসংগীতের সুরের মাদকতায় মজেছেন শ্রোতারা।
দুই দিনের ব্যবধানে গানের ভিডিওটি তিন লাখের বেশিবার দেখা হয়েছে। গানটি শেয়ার করে অনেকে গায়িকার প্রশংসা করছেন। রুপালি শিকদার নামে এক শ্রোতা লিখেছেন, ‘আহা মনটা শান্ত হয়ে গেল। কী অপূর্ব।’
তুষার কান্তি সরকার নামের আরেক শ্রোতা লিখেছেন, ‘একটি অসাধারণ গানের সঙ্গে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের সব উপাদান মিলেমিশে একাকার হয়ে গেছে। সত্যিই মনটা ভরে গেল।’
অন্বেষা মণ্ডল কলকাতার তরুণ সংগীতশিল্পী। নিজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে নিয়মিত গান প্রকাশ করেন। রবীন্দ্রসংগীত, লালনগীতির পাশাপাশি বিভিন্ন শিল্পীর গান কাভার করে পরিচিতি পেয়েছেন তিনি।