বৈশ্বিক ট্রেন্ডিংয়ে শীর্ষ ৫ গান, ‘মা লো মা’ কত নম্বরে
বিনোদন ডেস্ক
বাংলা গানের ভিউ দিন দিন বাড়ছে। বিশ্বের নানা প্রান্তের গানের সঙ্গে এগিয়ে চলেছে বাংলা গান। ইউটিউবের বৈশ্বিক ট্রেন্ডিংয়ে একসঙ্গে জায়গা করে নিয়েছে দুটি বাংলা গান।
বৈশ্বিক ইউটিউব চার্টস ডেইলি টপ মিউজিক ভিডিওতে প্রতিদিন জায়গা করে নেয় নতুন গান। যে গানগুলোর ভিউ বেশি, সেই গান দিয়ে তৈরি হয় তালিকা। এই তালিকায় ১ নম্বরে রয়েছে ‘কাম ব্যাক টু মি’ শিরোনামে একটি গান। গানটি ৯ মে মুক্তি পেয়েছে।
৯ মে মুক্তি পাওয়া ‘লস মাই ব্রেথ’ গানটি কোরিয়ান পপ ব্যান্ড স্ট্রে কিডস ব্যান্ডের। গানটির ফিচারিং চার্লি পুত।
বিজ্ঞাপন
মিউজিক ভিডিওসহ গানের কথায় সাড়া ফেলেছে কোরীয় ব্যান্ড সেভেনটিনের ‘লা লা লি’ গানটি। কোরিয়ান এ গান ট্রেন্ডিংয়ে ৩ নম্বরে রয়েছে।
বিজ্ঞাপন
গত ১১ মার্চ মুক্তি পেয়েছে ভারতের গান ‘মেরুন কালার সাদিয়া’। ফোক ঘরানার গানটির গেয়েছেন কল্পনা ও নীলকমাল সিং। গানটি রয়েছে ৪ নম্বরে।মারাঠি গান ‘গোলাবি সাদি’ এই তালিকায় ৫ নম্বরে রয়েছে। গানটির ভিউ ১০০ মিলিয়নের বেশি। গানটির গায়ক সঞ্জু রাথোড।এই তালিকায় ৩৫ নম্বরে রয়েছে গান ‘মা লো মা’। কোক স্টুডিও বাংলার এ গান গত ৩ মে মুক্তি পায়। তার পর থেকেই আলোচনায় চলছে গানটি নিয়ে। শুরু থেকেই ইউটিউবের বৈশ্বিক তালিকায় জায়গা পেয়েছে।‘রঙে রঙে রঙিন হব’ গানটি প্রথমবার একসঙ্গে গেয়েছেন তাহসান খান ও তাসনিয়া ফারিণ। কবির বকুলের লেখা গানটির সুরকার ইমরান। গানটি ‘ইত্যাদি’তে প্রচার হয়। পরে ইউটিউবে প্রকাশ পড়লে শ্রোতাদের মাঝে তুমুল সাড়া পড়ে। গানটি রয়েছে ৬৪ নম্বরে।