চলমান ‘দ্য ইরাস ট্যুর’-এর অংশ হিসেবে গত ২৭ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার সিডনিতে পারফর্ম করেন টেলর সুইফট। তাঁর কনসার্ট শেষ হওয়ার পর অভিযোগ ওঠে, পাপারাজ্জিকে হেনস্তা করেছেন টেলর সুইফটের বাবা স্কট সুইফট। এক মাস তদন্তের পর অস্ট্রেলিয়ার পুলিশ জানিয়েছে, তারা স্কট সুইফটের বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নিচ্ছে না। খবর বিবিসির
স্কট সুইফটের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি দুই পাপারাজ্জিকে শারীরিকভাবে হেনস্তা করেছেন। হেনস্তার শিকার একজন বেন ম্যাকডোনাল্ড বিবিসিকে জানান, স্কট সুইফট তাঁকে মুখে ঘুষি মেরেছিলেন, তবে তাঁর কোনো চিকিৎসার প্রয়োজন হয়নি।
ওই ঘটনার পর তিনি বলেছিলেন, ‘আমি ২৩ বছর ধরে কাজ করছি, এমন ঘটনা কখনোই ঘটেনি।’
ওই ঘটনার পর সুইফটের মুখপাত্র বিবিসিকে জানান, দুই ব্যক্তি আক্রমণাত্মক ভঙ্গিতে সুইফটের দিকে তেড়ে আসছিলেন।
তবে মাসব্যাপী তদন্ত শেষে নিউ সাউথ ওয়েলস পুলিশ গতকাল মঙ্গলবার জানিয়েছে, গায়িকার বাবার বিরুদ্ধে তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না।
গত বছরের ১৭ মার্চ শুরু হয় টেলর সুইফটের বহুল আলোচিত ‘দ্য ইরাস ট্যুর’। কনসার্ট ট্যুরটি শেষ হবে আগামী ৮ ডিসেম্বর, কাডার ভ্যাঙ্কুভারে।