এই সপ্তাহে বিলি আইলিশ, কেট হাডসন থেকে জায়ান মালিকের মতো বিশ্বসংগীতের তারকাদের নতুন একক অ্যালবাম এসেছে। তিনটি অ্যালবাম এসেছে একই দিনে, ১৭ মে।
নিজের তৃতীয় স্টুডিও অ্যালবাম ‘হিট মি হার্ড অ্যান্ড সফট’ নিয়ে এসেছেন মার্কিন গায়িকা ও গীতিকার বিলি আইলিশ। অ্যাপল মিউজিক ও স্পটিফাইয়ের সঙ্গে ইউটিউবেও অ্যালবামের গানের ভিডিও প্রকাশিত হয়েছে। ডার্করুম ও ইন্টারস্কোপ রেকর্ডসের ব্যানারে প্রকাশিত এই অ্যালবামে ‘লাঞ্চ’, ‘ওয়াইল্ড ফ্লাওয়ার’, ‘ব্লু’সহ ১০টি গান রয়েছে।
‘গ্লোরিয়াস’ অ্যালবাম দিয়ে গানে অভিষেক ঘটেছে গোল্ডেন গ্লোবজয়ী মার্কিন অভিনেত্রী কেট হাডসনের। অ্যালবাম প্রকাশের মধ্য দিয়ে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে তাঁর। এইচকে মিউজিক ও ভার্জিন মিউজিক গ্রুপের ব্যানারে প্রকাশিত এই অ্যালবামে ‘লাইভ ফরএভার’, ‘ফায়ার’, ‘টক অ্যাবাউট লাভ’সহ এক ডজন গান রয়েছে।
যুক্তরাজ্যের তারকা গায়ক জায়ান মালিকের চতুর্থ স্টুডিও অ্যালবাম ‘রুম আন্ডার দ্য স্টেয়ারস' প্রকাশিত হয়েছে ১৭ মে। মার্কারি ও রিপাবলিক রেকর্ডসের ব্যানারে প্রকাশিত এই অ্যালবামে ‘স্টারডাস্ট’সহ ২০টি গান রয়েছে।