প্রেম করলেন, টাকা চাইলেন আর এখন না চেনার ভান করছেন...

ইমন খান। ছবি; কোলাজ
ইমন খান। ছবি; কোলাজ

হঠাৎ এক নারীভক্তের ফোন। এপাশ থেকে ফোন ধরলেন গায়ক ইমন খান। ফোনের ওপাশ থেকে সেই নারীভক্ত শুরু থেকেই ‘তুমি’ সম্বোধন করে কথা বলতে শুরু করেন। কথা শুনে মনে হয় অনেক দিনের চেনা। কিন্তু গায়ক ইমন খান তাঁকে একদমই চেনেন না। আর ‘কেন তুমি করে কথা বলছেন’ সেই প্রশ্ন করেন। এমন প্রশ্ন শুনে ফোনের ওপাশ থেকে নারীভক্ত বলেন, ‘প্রেম করলেন, টাকা চাইলেন আর এখন না চেনার ভান করছেন, ইমন ভাই।’ কথাগুলো শুনে খটকায় পড়ে যান ‘আজও প্রতি রাত জেগে থাকি তোমার আশায়’ গান দিয়ে খ্যাতি পাওয়া সেই ইমন খান।

দর্শকদের কাছে গান দিয়ে পরিচিতি পাওয়া এই গায়ককে এভাবে প্রায়ই ভক্তদের কাছে পরীক্ষা দিতে হচ্ছে। এর কারণ তাঁর নামে একাধিক ভুয়া ফেসবুক সচল রয়েছে। কেউ কেউ গায়ক ইমন সেজে টাকা হাতিয়ে নিচ্ছেন।

সংগীতশিল্পী ইমন খান। ছবি: ফেসবুক থেকে

ইমন খান বলেন, ‘একাধিক ভুয়া ফেসবুক আইডি থেকে আমার নাম করে প্রেম করছে, টাকা চাইছে। এমন ঘটনা প্রায়ই শুনছি। এসব ভুয়া আইডি সবাই আমার সম্পর্কে জেনে নিজেদের রিয়েল ইমন খান দাবি করে। পরিচয়ের পরে সম্পর্ক গড়ে ওঠে। অনেক তরুণ-তরুণী, ভাই-ভাবিরাও আবেগের বশে প্রেম–ভালোবাসায় মত্ত হয়ে টাকাপয়সা লেনদেন করেন। অবস্থা এমন হয়ে গেছে যে মাঝেমধ্যেই আমাকেই পরীক্ষা দিতে হয়, আমি রিয়েল নাকি ভুয়া ইমন খান।’

সংগীতশিল্পী ইমন খান। ছবি: ফেসবুক থেকে

ইমন জানান, ১০টির বেশি ভুয়া আইডি থেকে তাঁর নাম ভাঙিয়ে প্রতারণা করেছে একটি চক্র। প্রতারণায় শিকারের পরে আসল ইমনকে ভুক্তভোগীরা খুঁজে বের করেন। কারণ, অর্থ লেনদেনের পরে ভুয়া ইমনরা সেসব আইডি ব্লক করে দেয়।

ইমন বলেন, ‘বেশির ভাগ প্রতারিত হওয়ার পরে খুঁজে বের করে আমাকে। যখন বুঝতে পারেন লেনদেন করা ব্যক্তি আসল ইমন নন, তখন শুরু করেন হাহুতাশ করা। ক্ষতির পরিমাণ জানিয়ে কেউ কেউ কান্নাও করতে থাকেন। তখন আমার কিছুই করার থাকে না।’

ইমন খান। ছবি: ফেসবুক থেকে

পাঁচ বছর ধরে একাধিকবার এ ধরনের ঘটনার মধ্যে পড়েছেন এই গায়ক। এ নিয়ে তিনি ফেসবুক স্ট্যাটাসে ভক্তদের সচেতনও করেছেন। এর মধ্যেই গতকাল শুক্রবারের একটি ঘটনা ভাগাভাগি করে ইমন বলেন, ‘গতকাল ইমন সেজে এক ভক্তের কাছে ২০ হাজার টাকা দাবি করে একজন। তাদের অনেক দিন কথাবার্তাও হয়েছে। সন্দেহ হলে একপর্যায়ে সেই ভক্ত আমার সঙ্গে যোগাযোগ করে। সেই ভুয়া ইমন নাকি সেই ভক্তকে জানিয়েছে, তাঁর বউ মরে গেছে। তিনি দ্বিতীয় বিয়ে করবেন, মেয়ে খুঁজছেন। কিছু টাকা দরকার। পরে আমি তাদের সতর্ক করি।’