আজ উপমহাদেশের কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের প্রয়াণ দিবস। ১৯২৯ সালে ভারতের ইন্দোর থেকে শুরু হয়েছিল তাঁর জীবনযাত্রা। তিনি মারা যান ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি। ৯২ বছরের এই যাত্রায় ভারতীয় উপমহাদেশের সংগীতে রেখে গেলেন মহান অবদান। সাত দশক ধরে দর্শকের হৃদয় ছুঁয়েছিল তাঁর জাদুকরি কণ্ঠ। লতা মঙ্গেশকর নিজেই তাঁর ইনস্টাগ্রামে দিয়েছিলেন জীবনের নানা দুর্লভ ছবি। একপলকে দেখে নেওয়া যাক সেগুলো।