মানুষ ভালোবাসে পছন্দ করে, তাই এসব কাজে আনন্দও লাগে: মমতাজ

স্টুডিওতে ‘সুফল’ শিরোনামের গান রেকর্ডিংয়ের সময় মমতাজ
ছবি : মমতাজের ফেসবুক

গানের মানুষ মমতাজ দীর্ঘদিন ধরে সরাসরি রাজনীতির সঙ্গে জড়িত। নিজ এলাকায় বিভিন্ন বিষয়ে সচেতনতা তৈরিতে নানা কর্মসূচি নেওয়ার খবর দেখা যায় তাঁকে। তিনি গানে গানেও বিভিন্ন বিষয়ে সচেতনতা তৈরির কাজ করেন। এবার তিনি সবুজ বনায়ন তৈরির সচেতনতা বিষয়ে একটি গান গাইলেন।

গত শনিবার ‘সুফল’ শিরোনামের এই গানে কণ্ঠ দেন মমতাজ। স্টুডিওতে গানটি গাওয়ার সময়ের কয়েকটি স্থিরচিত্র নিজের ফেসবুকেও পোস্ট করেছেন তিনি। জানালেন সচেতনতামূলক এমন একটি গানের অংশ হয়ে আনন্দিত তিনি।

স্টুডিওতে ‘সুফল’ শিরোনামের গান রেকর্ডিংয়ের সময় মমতাজ

প্রথম আলোর সঙ্গে আলাপে রোববার দুপুরে মমতাজ বললেন, ‘সচেতনতা তৈরির কোনো কাজের প্রস্তাব পেলে সাথে সাথে রাজি হয়ে যাই। পরিবেশদূষণ, বাল্যবিবাহ, ট্রাফিক আইন মেনে চলাসহ সচেতনা তৈরির কত ইস্যু নিয়ে যে গান গেয়েছি, তার হিসাব নেই। মানুষ ভালোবাসে, পছন্দ করে—তাই এসব কাজে আনন্দও লাগে। আমি মনে করি, শিল্পী হিসেবে আমাদের সামাজিক দায়িত্ব অন্য অনেকের চেয়ে বেশি। তাই দায়িত্ববোধের জায়গা থেকে এসব কাজ করে থাকি। আমি মনে করি, আমাদের কথায় যদি মানুষ উদ্বুদ্ধ হয়, সচেতন হয়—এটা সমাজ ও দেশের জন্য উপকার।’

মমতাজ জানালেন, ১০টি গানের প্রস্তাব পাওয়ার পর যদি তাঁর কাছে একটিমাত্র সচেতনতামূলক গানের প্রস্তাব আসে, সবার আগে তিনি সামাজিক সচেতনতার গানটিই করে থাকেন। মমতাজ বললেন, ‘এখানে সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে, মানুষের জন্য কিছু একটা করার সুযোগ পাচ্ছি। মানুষের জন্য কিছু করতে পারাটা সমাজ ও দেশের জন্য করা। এতে শিল্পীমন তৃপ্ত হয়, মানুষ হিসেবেও এক অর্থে নিজেকে ভাগ্যবান মনে হয়, কারণ আল্লাহ আমাকে যে মেধা দিয়েছেন, তা মানুষ, সমাজ ও দেশের উপকারে কাজে লাগছে।’

মমতাজ

মমতাজের গাওয়া ‘সুফল’ শিরোনামের গানটির কথা লিখেছেন তুষার কান্তি সরকার আর সুর ও সংগীত পরিচালনা করেছেন জে কে মজলিশ। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং বন বিভাগের উদ্যোগে তৈরি এই গান খুব শিগগিরই টেলিভিশন চ্যানেল, ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে প্রকাশ পাবে।