সম্প্রতি শিল্পীর ইউটিউব চ্যানেলসহ বেশ কটি স্ট্রিমিং অ্যাপে এটি প্রকাশ পায়
সম্প্রতি শিল্পীর ইউটিউব চ্যানেলসহ বেশ কটি স্ট্রিমিং অ্যাপে এটি প্রকাশ পায়

আইয়ুব বাচ্চুর সুরে সুমনের ‘স্বপ্নে দেখা অচিনপুরে’

বাংলাদেশের ব্যান্ডজগতে গিটার জাদুকরখ্যাত আইয়ুব বাচ্চু না–ফেরার দেশে পাড়ি জমিয়েছেন পাঁচ বছর পেরিয়ে গেছে। ব্যক্তি আইয়ুব বাচ্চু বিদায় নিলেও রয়ে গেছে তাঁর অসংখ্য সৃষ্টি। নিজের গাওয়া, সুরারোপিত অনেক চর্চিত গান ছাড়াও রয়েছে তাঁর সুরারোপিত অনেক অপ্রকাশিত গান। এখনো তাঁর সুরে নতুন গান প্রকাশিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার প্রকাশিত হয়েছে এস আই সুমনের কণ্ঠে ‘স্বপ্নে দেখা অচিনপুরে’। সম্প্রতি শিল্পীর ইউটিউব চ্যানেলসহ বেশ কটি স্ট্রিমিং অ্যাপে এটি প্রকাশ পায়।
আইয়ুব বাচ্চুর সুরে গানটির সংগীতায়োজন করেছেন ভারতের রাজর্ষি মিত্তার। সুমন জানান, গানটি মেলো রক ধরনের গান, যেখানে সুর ও শব্দের এমন এক মিশ্রণ রয়েছে, যা শুরু থেকে শেষ পর্যন্ত শ্রোতাদের আবেগময় ভ্রমণে নিয়ে যাবে। যা নব্বইয়ের দশকের মিউজিকের অনুভূতি দেবে বলে মনে করছেন শিল্পী।

গানটি সৃষ্টির গল্প সম্পর্কে এস আই সুমন বলেন, ‘মূলত আমাদের কিংবদন্তি আইয়ুব বাচ্চু ভাইয়ের সুর করা গানটি ২০০৩ সালের। প্রথমে গানটির কম্পোজিশন করেন বাপ্পা ভাই। ২০০৩–এ আমরা মিউজিক ম্যান স্টুডিওতে গানটি রেকর্ড করি। বাপ্পা ভাই তখন আমার পুরো অ্যালবামের সাতটি গান রেকর্ডিং করেছিলেন। মাঝের সময়ে নানা কারণে প্রকাশ করা হয়নি। এত বছর পর এসে গানটা প্রকাশ করার অন্য রকম একটা আনন্দ কাজ করছে। আমাদের পাশে বাচ্চু ভাই থাকলে আনন্দটা আরও বেশি হতো।’

আইয়ুব বাচ্চু

এস আই সুমন দীর্ঘদিন ধরে সংগীতজগতে জড়িত। দেশের বিনোদন অঙ্গনে গিটারিস্ট, সুরকার, প্রযোজক ও ব্রডকাস্ট অডিও ইঞ্জিনিয়ার হিসেবে পরিচিত। সুমনের সংগীতের প্রতি ভালোবাসা উত্তরাধিকারসূত্রে এসেছে। ওস্তাদ আলাউদ্দিন খাঁর সঙ্গে তাঁর পারিবারিক যোগসূত্র রয়েছে। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি তাঁর গভীর আকর্ষণ ছিল, তবে তাঁর ঝোঁক ছিল রক ও হেভি মেটাল সংগীতের দিকে।

টানা ১৭ বছর তিনি একট বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রধান অডিও ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন। ১৯৯১ সালে তিনি ‘গডস কমান্ড’ নামে একটি রক ব্যান্ড প্রতিষ্ঠা করেন এবং সেই সময়ে ইংরেজি হেভি মেটাল গান রেকর্ড করেন সিম্ফনী রেকর্ডিং স্টুডিও থেকে। এর পর থেকে তিনি ব্যান্ড নিয়ে উন্মুক্ত মঞ্চ ও ইনডোর কনসার্টে নিয়মিত পারফর্ম করেছেন।

এস আই সুমন

১৯৯৮ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি মাকসুদ ও’ঢাকা ব্যান্ডে পারফর্ম করেছেন। ২০১৯ সালে তিনি আর্ক ব্যান্ডে যোগ দেন। তিনি আর্ক ব্যান্ডের প্রধান গিটারিস্ট এবং ব্যাকিং ভোকালিস্ট হিসেবে ছিলেন, মতের মিল না হওয়ায় তিনি কিছুদিন পর এই ব্যান্ড ছেড়ে দেন। ২০১৩ সালে এস আই সুমন একটি নতুন ব্যান্ড হইচই (আগের নাম: চ্যাপ্টার ১) প্রতিষ্ঠা করেন। তিনি এই ব্যান্ডের প্রধান ভোকালিস্ট ও গিটারিস্ট।

২০২৩ সালে তিনি ‘কে আছে তুমি ছাড়া’ শিরোনামে দ্বৈত গান প্রকাশ করেন। কবির বকুলের লেখা এই গানে সুমনের সহশিল্পী ছিলেন কোনাল। এ ছাড়া ‘আধারপোকা’, ‘শূন্যতা’, ‘লারেলাপ্পা’ ও ‘আত্মহত্যা’নামে তিনি চারটি অ্যালবাম প্রকাশ করেছেন। ২০১৮ সালে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে সেরা অডিও ইঞ্জিনিয়ার হিসেবে পুরস্কার পেয়েছেন এই শিল্পী।