গানটি পরিবেশন করেছেন শায়ান চৌধুরী অর্ণব, গঞ্জের আলী ও লুইস অ্যান্থনি, যিনি ‘ওলি বয়’ নামে পরিচিত
গানটি পরিবেশন করেছেন শায়ান চৌধুরী অর্ণব, গঞ্জের আলী ও লুইস অ্যান্থনি, যিনি ‘ওলি বয়’ নামে পরিচিত

কোক স্টুডিও বাংলার গানে জয়ার দেখা মিলল

কোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুমের প্রথম গানে চমক নিয়ে হাজির হলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ‘তাঁতী’ শিরোনামে এই গানে দেখা গেছে এই তারকাকে।
আজ শনিবার রাতে কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও চিত্র প্রকাশ করা হয়েছে। গানটি পরিবেশন করেছেন শায়ান চৌধুরী অর্ণব, গঞ্জের আলী ও লুইস অ্যান্থনি, যিনি ‘ওলি বয়’ নামে পরিচিত।

গানের মাঝামাঝিতে মাইক্রোফোন হাতে পর্দায় এসেছেন জয়া; গানটির ব্যাকগ্রাউন্ড শিল্পী হিসেবে পাওয়া গেছে এই তারকাকে।
শতরূপা ঠাকুরতা রায়, গঞ্জের আলী ও লুইস অ্যান্থনির লেখা এই গান প্রযোজনা করেছেন তৃতীয় সিজনের মিউজিক কিউরেটর শায়ান চৌধুরী অর্ণব।

গানটির ব্যাকগ্রাউন্ড শিল্পী হিসেবে পাওয়া গেছে জয়া আহসানকে

কোক স্টুডিও বাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গানটি নিয়ে বলা হয়, ‘তাঁতি একজন শিল্পী, কাপড়ের বুননে যিনি ফুটিয়ে তোলেন আমাদের সংস্কৃতির সমৃদ্ধ ইতিহাস। কাপড় বোনার সময় একধরনের ছন্দ তৈরি হয়। তাঁতের শব্দের সাথে প্রতিটি সুতা যেন হয়ে ওঠে গানের এক একটি চরণ। আর প্রতিটি চরণ এই ঐতিহ্যকে বহন করে নিয়ে চলে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। এই শব্দ, এই বিষয়টিই তুলে ধরা হয়েছে কোক স্টুডিও বাংলার নতুন গানটিতে।’

গঞ্জের আলীর সঙ্গে অর্ণবের সুর মিলে গানটি এই শৈল্পিকতাকে প্রকাশ করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ওলি বয়ের অ্যাফ্রোবিটের ফিউশন। বাংলাদেশে বসবাসকারী নাইজেরিয়ান এই শিল্পীর পরিবেশনা গানটিতে যোগ করেছে নতুন মাত্রা।
কোক স্টুডিও বাংলার অফিশিয়াল ইউটিউব ও স্পটিফাই চ্যানেলে গানটি শোনা যাচ্ছে।