টেলর সুইফট ও সিজা। এএফপি
টেলর সুইফট ও সিজা। এএফপি

গ্র্যামি মনোনয়নে সুইফটের রেকর্ড, কারা এগিয়ে?

ঘোষণা করা হলো ৬৬তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের মনোনয়ন। গতকাল ঘোষণা করা মনোনয়নে এবার দেখা গেল গায়িকাদের প্রাধান্য। মনোনয়নে পুরুষ শিল্পীদের ছাপিয়ে গেছেন নারী শিল্পীরা। খবর এএফপির

এবার গ্র্যামিতে সর্বোচ্চ ৯ ক্যাটাগরিতে মনোনয় পেয়েছেন সিজা। ফোবে ব্রিজারস, সেরবান ঘিনা ও ভিক্টোরিয়া মোনেট পেয়েছেন সাতটি করে মনোনয়ন। সিজা গ্র্যামি মনোনয়নে বাজিমাত করেছেন গত বছরের ডিসেম্বরে তাঁর মুক্তি পাওয়া অ্যালবাম ‘এসওএস’ দিয়ে। গত বছর মুক্তির পর ব্যাপক ব্যবসায়িক সাফল্য পায় অ্যালবামটি। মুক্তির পরেই উঠে আসে বিলবোর্ড ২০০ চার্টের শীর্ষে।

এবার রেকর্ড গড়েছেন টেলর সুইফট। এই সময়ের অন্যতম জনপ্রিয় এই গায়কি পেয়েছেন ছয়টি মনোনয়ন। এবার মনোনয়নসহ ‘সং অব দ্য ইয়ার’ বিভাগে মোট সাতটি মনোনয়ন পেলেন সুইফট, যা গ্র্যামিতে রেকর্ড।

টেলর সুইফট। রয়টার্স

আগে এই বিভাগে সর্বোচ্চ ছয়টি করে মনোনয়ন পেয়েছিলেন পল ম্যাককার্টনি ও লায়নেল রিচি। ‘সং অব দ্য ইয়ার’ বিভাগে তিনি মনোনীত হয়েছেন তাঁর গান ‘অ্যান্টি-হিরো’ দিয়ে। এ ছাড়া তাঁর আলোচিত ‘মিডনাইটস’ অ্যালবামের কল্যাণেও মনোনয়ন বাগিয়েছেন তিনি।

আরেক জনপ্রিয় গায়িকা বিলি আইলিশও পেয়েছেন ছয়টি মনোনয়ন। চলতি বছর ‘বার্বি’ সিনেমার অ্যালবাম ‘বার্বি: দ্য অ্যালবাম’-এর গান ‘হোয়াট ওয়াজ আই মেড ফর’-এর কল্যাণে তরুণদের মধ্যে ব্যাপকভাবে আলোচনায় ছিলেন বিলি। গানটি অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড, যুক্তরাজ্যসহ কয়েকটি দেশের টপ চার্টের শীর্ষে ছিল। এই গানটির জন্যই ‘সং অব দ্য ইয়ার’, ‘রেকর্ড অব দ্য ইয়ার’সহ গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন বিলি।

ছয়টি বিভাগে মনোনয়ন পেয়েছেন আরেক তরুণ গায়িকা অলিভিয়া রদ্রিগো। তাঁর ঝুলিতে এর মধ্যেই আছে তিনটি গ্র্যামি পুরস্কার। নানা ব্যক্তিগত ঝামেলা পেছন ফেলে আবার গান নিয়ে আলোচনায় আছেন মাইলি সাইরাস। অলিভিয়ার মতো ছয়টি মনোনয়ন তাঁরও। চলতি বছরের মার্চে মুক্তি পায় মাইলির অষ্টম স্টুডিও অ্যালবাম ‘এন্ডলেস সামার ভ্যাকেশন’। এই অ্যালবামের কল্যাণে মনোনয়ন পেয়েছেন তিনি।
দীর্ঘদিন অ্যালবাম প্রকাশ না করেও মনোনীত হয়েছেন রিয়ানা। ‘ব্ল্যাক প্যান্থার’ সিনেমা সিকুয়েলে গান গেয়ে এই মনোনয়ন পেয়েছেন তিনি।

এবারের গ্র্যামির আসর বসবে আগামী বছরের ৪ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে।