‘তুফান’ সিনেমার আলোচিত ‘লাগে উরাধুরা’ শিরোনামের গানের দৃশ্যে শাকিব খান ও মিমি চক্রবর্তী
‘তুফান’ সিনেমার আলোচিত ‘লাগে উরাধুরা’ শিরোনামের গানের দৃশ্যে শাকিব খান ও মিমি চক্রবর্তী

ইউটিউবে গানের গ্লোবাল তালিকায় ‘লাগে উরাধুরা’

ইউটিউবে গানের গ্লোবাল তালিকায় উঠেছে ‘তুফান’ সিনেমার আলোচিত গান ‘লাগে উরাধুরা’। সপ্তাহিক (২৮ জুন থেকে ৪ জুলাই) তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে গানটি।
মার্কিন গায়িকা সাবরিনা কার্পেন্টারের দুই আলোচিত গান ‘একপ্রেসো’, ও ‘প্লিজ প্লিজ প্লিজ’কে ছাড়িয়ে গেছে ঢাকার গানটি। এ দুই গান রয়েছে যথাক্রমে পঞ্চম ও সপ্তম অবস্থানে।

তালিকার শীর্ষে রয়েছে ব্ল্যাকপিংক তারকা লিসার ‘রকস্টার’।

‘লাগে উরাধুরা’ শিরোনামের একটি গানের দৃশ্যে শাকিব খান ও মিমি চক্রবর্তী

আলফা আই স্টুডিওজের প্রযোজনায় ‘তুফান’ নির্মাণ করেছেন পরিচালক রায়হান রাফী। সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক হিসেবে রয়েছে ভারতের প্রযোজনা ও পরিবেশক প্রতিষ্ঠান এসভিএফ; ডিজিটাল পার্টনার চরকি।

প্রযোজক শাহরিয়ার শাকিল এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘এবারই প্রথম কোনো বাংলা সিনেমার গান ইউটিউবের গ্লোবাল তালিকায় চতুর্থ অবস্থানে উঠেছে।’

‘তুফান’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা

‘লাগে উরাধুরা’ গানটির কোরাস অংশের সুর রাজ্জাক দেওয়ানের ‘ঘুম ভাঙ্গাইয়া গেল রে মরার কোকিলে’ অংশ থেকে নেওয়া। ওই অংশের লেখক শরীফুদ্দিন। গানের বাকি অংশ লিখেছেন রাসেল মাহমুদ এবং সুর ও সংগীত প্রীতম হাসানের।

এতে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরা।
গানটি নিয়ে এর আগে প্রীতম হাসান প্রথম আলোকে বলেছিলেন, ‘এটি একটি আইটেম গানের ফোক ফিউশন। এটি ড্যান্স বিটের একটি গান। সব ধরনের দর্শকের ভালো লাগবে এটি।’

পবিত্র ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। আরও আছেন মিমি চক্রবর্তী, নাবিলা, চঞ্চল চৌধুরী প্রমুখ।