ক্ষমতা আঁকড়ে রাখার পরিণাম থেকে শিক্ষা নিতে হবে: প্রিন্স মাহমুদ

সোমবার মানুষের স্রোত যখন শাহবাগমুখী, সেই স্রোতে ছিলেন অনেক তারকাও। বিকেল চারটায় জনগণের উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এরপর প্রথম আলোকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিজেদের স্বপ্ন ও আশার কথা জানিয়েছেন তারকারা।


মাকসুদুল হক, সংগীতশিল্পী
এটা নজিরবিহীন ঘটনা। ছাত্ররাই এটা করিয়ে দেখিয়েছে। জেনারেশন জি কখনো বাজে কথা সহ্য করতে পারে না। আগামীর বাংলাদেশকে সংঘাতমুক্ত দেখতে চাই। সব রাজনৈতিক দলের অংশগ্রহণ চাই। বাক্‌স্বাধীনতা, সুষ্ঠু নির্বাচন চাই।

মাকসুদুল হক

প্রিন্স মাহমুদ, গীতিকার
এই বিজয়ের পুরো কৃতিত্ব ছাত্রদের। ছাত্রদের সঙ্গে জনতা যোগ দিয়েছে। এই বিজয় আমাদের শিক্ষা দিল, প্রতিশোধ, প্রতিহিংসা, ঘৃণার রাজনীতি আর নয়। সংযম প্রয়োজন, শৃঙ্খলা বজায় রাখতে হবে। সহিংসতা, হানাহানি, ধ্বংসাত্মক কাজ করা যাবে না। তাজা প্রাণের বলিদানকে মনে রাখতে হবে। ক্ষমতা আঁকড়ে রাখার পরিণাম থেকে শিক্ষা নিতে হবে। দলীয়করণ, চাটুকারিতাকে মনে রাখতে হবে। আমরা যেন এসব না ভুলে যাই। এই প্রজন্ম লড়াই করেছে ন্যায্য অধিকার ও মানুষের উজ্জ্বল ভবিষ্যতের জন্য।

প্রিন্স মাহমুদ