নাটক, চলচ্চিত্র আর ওয়েব সিরিজে অভিনয়—এ নিয়ে ব্যস্ততা রওনক হাসানের। তবে এবার নতুন এক পরিচয়ে আসছেন তিনি। গানের ভিডিও চিত্রে মডেল হিসেবে দেখা যাবে তাঁকে। এমনটা এর আগে একবার ঘটেছিল, তা-ও ২০ বছর আগে। সেই সময় ভিডিওটি বানিয়েছিলেন সোহেল আরমান। বাবা দিবস উপলক্ষে তৈরি ‘আমার বাবা’ শিরোনামের একটি গানে মডেল হিসেবে দেখা যাবে রওনক হাসানকে। ১৪ জুন গানটি প্রকাশিত হবে। গানটি গেয়েছেন সংগীতশিল্পী মুহিন।
‘আমার বাবা’ গানের কথা লিখেছেন শামীমুর রহমান, সুর-সংগীত ও কণ্ঠ মুহিন খানের। গানটিতে রওনক হাসান ছাড়াও মডেল হয়েছেন মুহিন ও তাঁর সন্তান কিংশুক খান মিসর ও সুমী। ভিডিওটি বানিয়েছেন রকিবুল ইসলাম। গানের ভিডিওতে মডেল হওয়া প্রসঙ্গে রওনক বললেন, ‘অভিনয় ছাড়া কিছু করার মধ্যে আনন্দ পাই না। এটাই আমার কাজ। এর মধ্যে অনুরোধে কিছু কাজ করতে হয়। তেমনই একটা কাজ ছিল গানের ভিডিওতে মডেল হওয়া। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এমন অভিজ্ঞতা হয়েছে।’
মুহিন জানালেন, এর আগে মা দিবসে গান বানিয়েছেন তিনি। বাবা দিবস উপলক্ষে বানানো গান তাঁর সুর-সংগীতে অন্য শিল্পীরা গেয়েছেন। এবারই প্রথম বাবাকে নিজের কণ্ঠে তুলে নিলেন গান। মুহিন বললেন, ‘অনেক দিন ধরে একটা পরিকল্পনা ছিল বাবা নিয়ে গান গাওয়ার, কিন্তু হয়ে উঠছিল না। একটা সময় এসে মনে হয়েছে, “আমার বাবা” গানটি গাইতে পারলে ভালো লাগবে। গাওয়ার পর ভীষণ ইমোশনাল হয়ে গেছি।’
‘আমার বাবা’ গানটি মুহিনের জন্য অনেক বেশি স্পেশাল বলেও জানালেন। কারণ হিসেবে বললেন, ‘এই গানে প্রথমবার আমি আমার ছেলেসহ আছি। একজন বাবা হিসেবে সন্তানকে নিয়ে এমন একটি কাজের অংশ হওয়াটা আবেগের। রওনক হাসান ভাইয়ের কাছেও কৃতজ্ঞতা। কারণ, তিনি আমার এই বিশেষ গানে মডেল হিসেবে আছেন।’