নতুন একক অ্যালবামের ঘোষণা দিলেন ব্ল্যাকপিংক তারকা জেনি। ‘লাইভ রিফ্লেকটিং’ শিরোনামে অ্যালবামটি আগামী বছর প্রকাশিত হবে। খবর ইয়োনহ্যাপের
জেনির এজেন্সি ওএ এন্টারটেইনমেন্ট জানিয়েছে, ‘হ্যাপি হলিডে’শীর্ষক ভিডিওতে এ ঘোষণা দিয়েছেন জেনি। এই তারকা গায়িকা বলেছেন, ‘এই অ্যালবামে নতুন ধরনের সাউন্ড নিয়ে আসছি। এতে বৈচিত্র্য থাকবে। বিভিন্ন ঘরানার গান থাকবে।’
প্রায় ১১ মাস ধরে অ্যালবামটি নিয়ে কাজ করছিলেন জেনি। তিনি জানান, অ্যালবামে জেনির জীবনের ছায়া থাকবে। তিনি বলেন, ‘আমি আশা করি ভক্তরা অ্যালবামের গানের মধ্যে আমাকে খুঁজে পাবেন।’
ফুরিয়ে আসা বছর নিয়েও কথা বলেছেন জেনি। বছরটা তাঁকে অনেকখানি বদলে দিয়েছে বলে মনে করেন এই তারকা গায়িকা। বিশেষ করে একক গান ‘মন্ত্র’ প্রকাশের পর দুনিয়াজুড়ে সাড়া ফেলেছেন তিনি।
জেনির জন্ম ও বেড়ে ওঠা দক্ষিণ কোরিয়ায়, মাঝে বছর পাঁচেক নিউজিল্যান্ডে পড়াশোনা করেছেন তিনি। পড়াশোনা শেষ করে ২০১০ সালে দক্ষিণ কোরিয়ায় ফিরে আসেন জেনি। ২০১৬ সালে নাম লেখান ব্ল্যাকপিংকে।
মাত্র সাত বছরের ক্যারিয়ারে নিজেকে অন্য উচ্চতায় নিয়েছেন কোরীয় ব্যান্ড ব্ল্যাকপিংকের সদস্য জেনি; গানের বাইরে অভিনয়েও অভিষেক ঘটেছে তাঁর।