রুনা লায়লা
রুনা লায়লা

সংগীতজীবনের ৬০ বছর: রুনা লায়লাকে নিয়ে যা বললেন পাকিস্তানি ও ভারতীয় শিল্পীরা

সংগীতাঙ্গনে উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার দাপুটে বিচরণ ৬০ বছর ধরে। তরুণ প্রজন্মের জনপ্রিয় শিল্পীদের পাশাপাশি দেশের অনেক প্রতিষ্ঠিত শিল্পীর কাছেও তাঁর সান্নিধ্য ভীষণ উপভোগ্য, আনন্দের, গর্বের ও স্মরণীয়। দেশের বাইরের একাধিক প্রতিষ্ঠিত শিল্পী ও ব্যক্তি রুনা লায়লার ভক্ত, অনুরাগী। বিভিন্ন সময় তাঁদের কথাবার্তায় তা প্রকাশ পায়। পেশাদার সংগীতজীবনের ৬০ বছর পূর্তি উপলক্ষেও এমন ভালোবাসা আবার দেখা গেল। এই শিল্পীকে দীর্ঘ পথচলায় অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন ভারতের হরি হরণ ও সনু নিগম এবং পাকিস্তানের শাফকাত আমানত আলী ও ইমরান আব্বাস।

অনুষ্ঠানে রুনা লায়লাকে নিয়ে কথা বলছেন তাঁর স্বামী, দেশের বরেণ্যে অভিনয়শিল্পী আলমগীর

রুনা লায়লার ৬০ বছরের পথচলাকে অভিনন্দন জানিয়ে শাফকাত আমানত আলী বলেন, ‘আপনার গান দিয়ে প্রজন্ম থেকে প্রজন্মে মুগ্ধতা ছড়িয়েছেন। আমরা আপনাকে প্রথম শুনেছি ভক্ত হিসেবে। আপনি অসাধারণ সব কাজ করেছেন। অসাধারণ সব মেধাবী সংগীত পরিচালকের সঙ্গে আপনার কাজ হয়েছে। এভাবেই আপনি গান গেয়ে চলুন। আমাদের মনে আরও মুগ্ধতা ছড়ান।’

রুনা লায়লার হাতে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সনু নিগম রুনা লায়লাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আপনি এত ভালো মানের শিল্পী, এত সুন্দর আপনি, এত ভালো আপনার ব্যবহার, যা সত্যিই অতুলনীয়। আপনার সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়েছিল আমার। যখন থেকে বুঝতে শিখেছি, তখন থেকেই আপনাকে শুনছি। আপনাকে অনেক শুভেচ্ছা। পৃথিবী আপনাকে ভালোবাসে, আমি আপনাকে ভালোবাসি। সব সংগীতপ্রেমী আপনাকে ভালোবাসে।’

বাংলা ছাড়া উর্দু, হিন্দি আর ইংরেজি ভাষা জানেন রুনা লায়লা

রুনা লায়লাকে বন্ধু হিসেবে সম্বোধন করে ভারতের আরেক প্রখ্যাত সংগীতশিল্পী হরি হরণ বলেন, ‘যখন থেকে আপনার সঙ্গে আমার পরিচয়, তখন থেকেই আপনার ভক্ত। আপনার একজন বন্ধুও। আমাদের এই বন্ধুত্বও চমৎকার। অনেক অনেক শুভকামনা রুনাজি।’

৬০ বছরের সংগীতজীবনে বিভিন্ন সময়ে যারা রুনা লায়লার সঙ্গে সঙ্গত করেছেন, তাদের সঙ্গে আজ অনুষ্ঠানের এক ফাঁকে

পাকিস্তানি অভিনেতা ইমরান আব্বাসও উপমহাদেশীয় সংগীতের কিংবদন্তি রুনা লায়লাকে একজন ভালো বন্ধু অভিহিত করে বলেন, ‘আমার খুব ভালো ও প্রিয় একজন বন্ধু, পাকিস্তান ও বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি রুনা লায়লাজি, আপনার গায়কি এভাবেই ধরে রাখুন। পৃথিবীকে আপনার জাদুকরী কণ্ঠ দিয়ে সুন্দর করে তুলুন। পাকিস্তান থেকে আপনাকে জানাই অনেক অনেক ভালোবাসা। আবারও বলছি, আমরা আপনাকে খুব ভালোবাসি।’

গান রেকর্ডিংয়ের হিসাবে আজ রুনা লায়লার সংগীতজীবনের ৬০ বছর। সংগীত ক্যারিয়ারে মোট ১৮টি ভাষায় ১০ হাজারের বেশি গান গেয়েছেন তিনি। ৬০ বছরের পেশাদার সংগীতজীবন উপলক্ষে চ্যানেল আইয়ের আমন্ত্রণে আজ সোমবার দুপুরে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেন রুনা লায়লা। সেখানেই ভিডিও বার্তায় হরি হরণ, সনু নিগম, শাফকাত আমানত আলী ও ইমরান আব্বাস শুভেচ্ছা জানান। চ্যানেল আইয়ের বিশেষ অনুষ্ঠানে রুনা লায়লা আসার পরই তাঁকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।

রুনা লায়লা বলেন, ‘আপনাদের দোয়া, আশীর্বাদ, ভালোবাসা ও শ্রদ্ধা আজ আমাকে এ পর্যন্ত নিয়ে এসেছে। এই ভালোবাসা, আশীর্বাদ ও শ্রদ্ধা যেন চিরকাল থাকে আমার সঙ্গে।’

রুনা লায়লা

দিনটি উপলক্ষে চ্যানেল আই প্রচার করেছে সরাসরি অনুষ্ঠান ‘রুনা লায়লা সংগীতজীবনের ৬০ বছর।’ প্রকাশ করেছে আনন্দ আলো বিশেষ ক্রোড়পত্র।

অনুষ্ঠানে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, ‘নিঃসন্দেহে আমাদের জন্য তো বটেই, গোটা উপমহাদেশের সংগীতপিপাসুদের জন্য আনন্দের একটি দিন। রুনা লায়লা উপমহাদেশের সংগীতকে যেভাবে সমৃদ্ধ করেছেন, বাঙালি হিসেবে আমরা গর্ব বোধ করি।’

অনুষ্ঠানে বরেণ্য চলচ্চিত্র অভিনেতা ও রুনা লায়লার জীবনসঙ্গী আলমগীর বলেন, ‘রুনা কাজের ব্যাপারে ভীষণ সিরিয়াস। ৬০ বছর টিকে থাকা এ রকম সিরিয়াস না হলে, এ রকম প্র্যাকটিস না করলে কোনো দিন সম্ভব নয়।’

অনুষ্ঠানে রুনা লায়লাকে নিয়ে কথা বলেছেন খুরশিদ আলম, লীনু বিল্লাহ, কাজী হায়াৎ, মতিন রহমান, অঞ্জনা, মনিরুজ্জামান মনির, ফোয়াদ নাসের বাবু, অরুণা বিশ্বাস, ওমর সানী, আঁখি আলমগীর, মানাম আহমেদ, শওকত আলী ইমন প্রমুখ।

অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে গান গেয়ে শোনান এ সময়ের সংগীতশিল্পী ইমরান, কোনাল, ঝিলিক, লুইপা, অনুপমা মুক্তি, তরিক মৃধা প্রমুখ।