সংগীতজীবনের শুরুতে ‘ইগনিয়াস’ ব্যান্ডের সঙ্গে যুক্ত থাকলেও ‘পার্থিব’ ব্যান্ড দিয়ে তরুণ প্রজন্মের গানপ্রেমীদের মনে জায়গা করে নেন আশফাকুল বারী রুমন। সবাই তাঁকে রুমন নামেই চেনেন। ‘পার্থিব’ ব্যান্ডের এই সদস্য এবার একক গান নিয়ে আসছেন। শুরু করেছেন নিজের ইউটিউব প্ল্যাটফর্মেরও, যেখান থেকে নিয়মিতভাবে প্রকাশ করবেন গান। ‘ঝাপসা’ শিরোনামের গান দিয়েই রুমনের এ যাত্রা শুরু হচ্ছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ‘ঝাপসা’ গানটি রুমন তাঁর ইউটিউবে প্রকাশ করেছেন। রুমন বলেন, ‘হয়তো কিছুটা দেরিই হয়েছে তবু “বেটার লেট দ্যান নেভার” এই মন্ত্র মাথায় নিয়েই আমি শুরু করছি একটা নতুন অধ্যায়। আমার নিজের নামে আমার গানগুলো প্রকাশের উদ্যোগের কথা বলছিলাম আরকি।’
দুই দশক ধরে রাজধানী ঢাকায় পেশাদার সংগীতে পথচলা রুমনের। তারুণ্যে রাজশাহীতে ব্যান্ড শুরুর হিসাব ধরলে তা দাঁড়ায় ২৮ বছরে। আর গিটার শেখার শুরু ধরলে ৩০ বছর। পুরোটা সময়ে রুমন ব্যান্ড সংগীত নিয়ে কাজ করেছেন। দীর্ঘ সময়জুড়ে ব্যান্ডের রেকর্ডিং এবং স্টেজ শোর পাশাপাশি টুকটাক কাজ করেছেন বিজ্ঞাপনচিত্র, নাটক বা সিনেমার গানেও। পার্থিব ব্যান্ডের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘বাউন্ডুলে’, ‘চাঁদের আলোয় লাগল গ্রহণ’, ‘মা’, ‘ইমানে বলি ভালোবাসি’, ‘নিঝুম রাতে’, ‘উৎসর্গ নিজেকে’, ‘একা’, ‘জাদুকরি ভালোবাসা’, ‘বাউন্ডুলে-২’, ‘ডুবে আছে মন’ ইত্যাদি।
এ সময়ে এসে একক গান প্রকাশের দিকে মনোযোগ দেওয়ার প্রসঙ্গ উঠতেই রুমন বলেন, ‘এত বছর পর এসে আমার প্রথম কোভিডের মধ্যে মনে হয়েছে আমার পড়ে থাকা অসংখ্য গানের কথা, আকাঙ্ক্ষা জমেছে আরও বেশি বেশি গান সৃষ্টির। ব্যান্ডের কাজের গতি আর আমার সৃষ্টির গতিতে বিস্তর পার্থক্য। আমি বিভিন্ন ধরনের গান করতে পছন্দ করি, যা হয়তো সব সময় ব্যান্ডের সঙ্গে যায়ও না। সেই উপলব্ধি থেকেই ২০২১-এর ডিসেম্বরে আমার প্রথম একক গান ‘ভাঙছে পাঁজর’ প্রকাশ পায় গানচিল মিউজিকের ব্যানারে। পরে আসে ‘বঙ্গবন্ধু’ ও ‘ভালোবাসার গল্প’ নামের আরও দুটি একক গান। এই তিন গান করার অভিজ্ঞতা এবং শ্রোতাপ্রিয়তা আমাকে সাহস জোগায় নিয়মিত গান প্রকাশের এবং তা থেকেই সাহস করে নিজের প্ল্যাটফর্ম দাঁড় করাবার এ প্রচেষ্টা।’
২০ বছর ধরে কার্যক্রম চলতে থাকা ব্যান্ডের প্রসঙ্গে রুমন বলেন, ‘পার্থিব আমার ২০ বছরের সন্তানের মতো, ব্যান্ডের কাজ আগের মতো চালিয়ে নিয়ে যাব বলেই আমি আশা করি। তারই ধারাবাহিকতায় অক্টোবরের শেষে বা নভেম্বরের শুরুতে প্রকাশ করতে যাচ্ছি আমাদের ব্যান্ডের প্রথম প্রকাশিত গান “অল্প একটু আকাশ”-এর দারুণ একটা অ্যানিমেটেড ভিডিও।’
কথায় কথায় ‘ঝাপসা’ গানটি প্রসঙ্গে রুমন বলেন, ‘“ঝাপসা” আমার নিজের প্ল্যাটফর্মে প্রকাশ হতে যাওয়া প্রথম গান। গালিবের সঙ্গে আমার প্রায়ই গভীর রাতে ক্রিকেট-বিষয়ক চ্যাটিংয়ের মধ্যে হঠাৎ একদিন এ লেখা পাওয়া। পড়ে মুগ্ধ হওয়া। জিজ্ঞাসা করে জানতে পারি, কেউই সুর করেনি। কারণ, লেখাটাও তখনই লেখা। ব্যস! ওকে আর কিছু না বলে গিটার নিয়ে বসে পড়া, সুর করা। গালিবেরও ভালো লেগে যাওয়ায় কম্পোজিশনে বসে পড়া এবং গানটা দাঁড় করিয়ে ফেলা। তারপর আলোচনা আর উত্তেজনায় কলকাতায় ভিডিও শুটিং করার সিদ্ধান্ত নেওয়া। কলকাতার মধ্যে আমি আমার ছোটবেলার রাজশাহী শহরের ছায়া খুঁজে পাই, সেটা একটা বড় কারণ।’
রুমন আরও বলেন, ‘আমার স্ত্রী মেঘলার অকুণ্ঠ সমর্থন, পাগলামি, গীতিকার গালিবের উদ্যোগ আর অর্চন, ভাস্বর, ঋতবান, দীপক, প্রিয়াংশু, মিহিরসহ ক্রিসউইস্প টেলসের দারুণ সমর্থন আর সহযোগিতায় অবশেষে নিজের একটা চ্যানেল করে ফেলা। আমাদের সবার কষ্ট, ভালো লাগা আর পরিশ্রমের ফসল নস্টালজিয়ায় আক্রান্ত এই “ঝাপসা”।’