১৯৭১ সালে বিশ্বব্যাপী হানাহানির মধ্যে শান্তির বার্তা নিয়ে এসেছিল জন লেননের ‘ইমাজিন’ গানটি। রক অ্যান্ড রোলসের সেই ঝাঁকানাকা যুগে আড়ম্বরহীন সাদাসিধে এ গানই কথার জোরে কাঁপিয়ে দিল পুরো বিশ্বকে। আজ জন লেননের জন্মদিনে থাকল জানা–অজানা কিছু তথ্য
বিনোদন ডেস্ক
১৯৪০ সালে ব্রিটেনের লিভারপুল শহরে জন লেননের জন্ম। একটি শ্রমিকশ্রেণির পরিবারে তাঁর জন্ম, মাত্র দুই বছর বয়সে লেননের মা–বাবার ছাড়াছাড়ি হয়ে যায়। তিনি তাঁর খালার কাছে লালিত–পালিত হন।মা আদর করে সন্তানের নাম রছকে বাঁধা কোনো জীবন বেছে নেননি তিনি। উন্মুক্ত শিল্প চর্চা করেছেন।
বিজ্ঞাপন
জন লেনন (৯ অক্টোবর ১৯৪০—৮ ডিসেম্বর ১৯৮০)মাউথ অর্গান বাজানোয় দারুণ পারদর্শী ছিলেন জন লেনন;ছোট বয়স থেকে আঁকাআঁকিতে ঝোঁক ছিললিভারপুলে রয়েছে জন লেনন মিউজিয়াম
বিজ্ঞাপন
জন লেননের প্রথম স্ত্রীরাস্তায় প্রতিবাদ করছেন জন লেনন কালজয়ী বিটলস ব্যান্ডের সদস্যরা ১৯৮০ সালের ৮ ডিসেম্বর তাঁর এক ভক্ত মার্ক ডেভিড চ্যাপম্যানের গুলিতে মারা যান জন লেনন১৯৮০ সালের ৮ ডিসেম্বর লেননকে বাসায় ফেরার পথে রিভলবার ঠেকিয়ে গুলি করা হয়স্ত্রী ইওকো ওনোর সঙ্গে জন লেনন। দুজন মিলে গঠন করেন প্লাস্টিক ওনো ব্যান্ড। যুদ্ধবিরোধী আন্দোলনে সোচ্চার ছিলেন দুজনই। এই ব্যান্ডের ব্যানারেই রিলিজ হয় সাড়া জাগানো গান ইমাজিন।