প্রায় দুই বছর পরে কনসার্টে ফিরছে আলোচিত ব্যান্ড ‘আরেকটা রক ব্যান্ড’। প্রায় চার বছর পর প্রতিষ্ঠাকালীন সদস্যদের নিয়ে মঞ্চে উঠছে ব্যান্ডটি।
আগামী শনিবার ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল লাইব্রেরি অডিটোরিয়ামে ‘ব্যাক ইন টাউন’ কনসার্টে গাইবে ‘আরেকটা রক ব্যান্ড’। কারখানার আয়োজনে এই কনসার্টে আরও গাইবে ওউন্ড, ফিরোজ জং ও এইডা।
গিটারিস্ট ইফাজ, জিহান, বেজিস্ট আর্য, গায়ক রিয়াসাত ও ড্রামার রাশাকে নিয়েই ‘আরেকটা রক ব্যান্ড’। ২০১৮ সালে গঠিত ব্যান্ডটি অল্প সময়ের মধ্যে শ্রোতামহলে সাড়া ফেলে। ‘ইডেন’, ‘চাপ’, ও সংগীতশিল্পী জেফারের সঙ্গে ডুয়েট গান ‘অজানা’সহ বেশ কয়েকটি গান উপহার দিয়েছে তরুণদের মধ্যে আলোচিত এই ব্যান্ড।
এর মধ্যে রাশা ব্যান্ড ছাড়ার পর ড্রামার দীপ্ত যোগ দেন, এরপর ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘ঘুম পাড়ানোর গান’ প্রকাশিত হয়। এর পরপরই গিটারিস্ট জিহান ও গায়ক রিয়াসাত বিদেশে পাড়ি দেওয়ায় ব্যান্ডের প্রথম অধ্যায়ের ইতি ঘটে।
‘আমরা আসলে ভাবতেই পারিনি মানুষ আমাদের এভাবে মনে রাখবে,’ বলেন গিটারিস্ট ইফাজ। বর্তমানে তিনি নেমেসিস ব্যান্ডের সদস্য।
‘আরেকটা রক ব্যান্ড’–কে আবারও মঞ্চে নিয়মিত পাওয়া যাবে কি না—এমন প্রশ্নের জবাবে রিয়াসাত বলেন, ‘মঞ্চে তো আর উপস্থিত থাকা সম্ভব নয়। বড়দিনের ছুটির শেষেই লস অ্যাঞ্জেলসে ফিরে যেতে হবে। তবে সেখান থেকেই স্টুডিওর কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করব।’
কনসার্টের আয়োজক ঋভু মুস্তফা জানান, ব্যান্ডের সদস্যদের পুনর্মিলনকে কেন্দ্র করেই কনসার্টটি আয়োজন করা হচ্ছে।