১২ দিনের ব্যবধানে পায়ের পরে চোখের সার্জারি করাতে হলো বেজবাবা সুমনকে

সাইদুস সালেহীন সুমন
ছবি: ফেসবুক

শারীরিক অসুস্থতা যেন কোনোভাবেই ছাড়ছে না সাইদুস সালেহীন সুমনকে। অর্থহীন ব্যান্ডের এই ভোকাল ভক্তদের কাছে ‘বেজবাবা সুমন’ নামেই পরিচিতি। প্রথমে ক্যানসার ধরা দিলেও পরে আরও বেশ জটিলতার মধ্যে থাকতে হয়। সুস্থ হলেও তাঁকে চিকিৎসা চালিয়ে যেতে হয়েছে। ফিরেছিলেন গানে। কিন্তু এর মধ্যেই জুন মাসের শেষের দিকে এই গায়ক আবার ব্যাংকক গিয়েছেন চিকিৎসা নিতে। সেখান থেকে নিজেই জানালেন বর্তমান শারীরিক অবস্থা।

সার্জারির জন্য গত জুন মাসের ২৫ তারিখে ব্যাংককে পৌঁছান এই গায়ক। সেখানে ৩ জুলাই এই গায়কের পায়ে দুটি সার্জারি হয়। সেটি নিয়ে তিনি ফেসবুক পোস্টে ভক্তদের কাছে দোয়া চেয়ে সে সময় লিখেছিলেন, ‘আগামীকাল আমার দুই পায়ে দুটি সার্জারি হবে। দুপুর বা বিকেলে আপডেট পাওয়া যাবে। সবাই দোয়া করবেন।’ পরে তিনি ভক্তদের জানান, ঠিকমতো পায়ের সার্জারি হয়েছে।

সাইদুস সালেহীন সুমন

গত বছরের শেষের দিকে এই গায়কের দুই চোখে সার্জারি করতে হয়। পরে আবারও চোখে দেখা দিয়েছে সমস্যা। এ নিয়ে বেশ কিছুদিন ধরে চিকিৎসার কথা ভাবছিলেন। এবার পায়ের সার্জারি করাতে গিয়ে চোখের সার্জারি করা হলো। এই গায়ক আজ মঙ্গলবার ফেসবুকে লিখেছেন, ‘আমার চোখের আবারও একটা সার্জারি হয়েছে। আমি এখন ঠিক আছি। পুরোপুরি ঠিক হতে আরও কিছুদিন সময় লাগবে।’

সাইদুস সালেহীন সুমন

বেশ কয়েক বছর আগে বেজবাবা সুমনের শরীরে চিকিৎসকেরা দুটি টিউমারের অস্তিত্ব পান। পরে জানা যায়, সুমন ক্যানসারে আক্রান্ত। তখন ক্যানসারটি প্রথম ধাপে থাকায় চিকিৎসায় তিনি সুস্থ হয়ে ওঠেন। ২০১৭ সালে চিকিৎসার পর ব্যাংককের একটি হাসপাতাল থেকে ফিরছিলেন তিনি। এমন সময় হঠাৎ তাঁকে একটি গাড়ি ধাক্কা দেয়। ব্যাংককের ওই দুর্ঘটনায় সুমনের স্পাইনাল কর্ডের ক্ষতি হয়। পরে তাঁকে আবার চিকিৎসা নিতে হয়। ক্যানসার ও স্পাইনাল কর্ডের দীর্ঘ চিকিৎসা শেষে ২০২১ সালে দেশে ফেরেন সুমন।

পায়ের সার্জারির পরে ছবিটি পোস্ট করেছিলেন সুমন। ছবি: ফেসবুক

ফেরার কয়েক দিনের মাথায় সুখবর দেন। তিন বছর পর তিনি নতুন একক গান নিয়ে আসেন। নিজের লেখা ও সুর করা গানটির শিরোনাম ‘বয়স হলো আমার’। অসুস্থ থাকার দিনগুলোর নানা অভিজ্ঞতা গানটিতে তুলে ধরা হয়েছিল। প্রায় ১০ বছর পর প্রকাশিত একক এই গানের জন্য সুমন ভক্তদের কাছ থেকে বিপুল সাড়া পান। পরে তিনি গান নিয়ে ব্যস্ত হয়ে যান। কনসার্টেও তাঁকে দেখা গেছে।
এখনো গান নিয়ে নিয়মিত থাকতে চান বেজবাবা। জানা যায়, চিকিৎসা শেষে এ মাসেই ঢাকায় ফিরবেন। আবার ব্যস্ত হবেন গানে। সুস্থ হয়ে এক মাস পরেই তিনি স্টেজে পারফর্ম করবেন বলে আশা প্রকাশ করেছেন।