অস্ট্রেলিয়ার সিডনিতে গান শোনাতে এসেছে বাংলাদেশের জনপ্রিয় গানের দল ‘জলের গান’। তাদের গানে ‘ভাসবে’ সিডনির প্রবাসী বাংলাদেশিরা। ৬ জুলাই বিকেল পাঁচটায় সিডনির হার্স্টভিলের মারানা অডিটরিয়ামে আয়োজিত গানের উৎসবে গাইবে জলের গান।
দেশটিতে এবারই প্রথম প্রবাসী বাংলাদেশিদের গান শোনাতে এসেছে জলের গান দলটি। এ উপলক্ষে গতকাল বুধবার দুপুরে সিডনি পৌঁছান দলের সদস্যরা। সিডনির আগে আগামীকাল শুক্রবার দেশটির রাজধানী ক্যানবেরার প্রবাসী বাংলাদেশিদের গান শোনানোর কথা রয়েছে দলটির।
অস্ট্রেলিয়ায় প্রথমবার গানের উৎসবে যোগ দেওয়া নিয়ে উৎসাহ প্রকাশ করেছেন জলের গানের সদস্যরা। সিডনির প্রবাসী বাংলাদেশিদের আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন তাঁরা।
এ নিয়ে দলের প্রধান রাহুল আনন্দ বলেন, ‘অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের গান শোনাতে পারার আনন্দ একদিকে, আরেকদিকে তাঁদের আতিথেয়তায় মনে হচ্ছে আমরা বেড়াতে এসেছি, এমনই সমাদর পাচ্ছি। অন্তত গান শুনিয়ে তাঁদের কিছু খুশি করে যেতে পারার আশা রাখছি। সবাইকে আমন্ত্রণ রইল অনুষ্ঠানে আসার।’
পঞ্চমবারের মতো এবারও গানের এই উৎসবের আয়োজন করেছে সিডনির বাংলাদেশি সাংস্কৃতিক সংগঠন গ্রিনফিল্ড এন্টারটেইনমেন্ট। প্রতিবারের মতো এবারও গানে গানে সিডনির বাংলাদেশিদের মাতানোর প্রচেষ্টার কথা জানিয়েছেন আয়োজক সংগঠনের সদস্য মিরাজ হোসেন। এই সংগীত উৎসবে আরও গাইবে ব্যান্ড দল নেমেসিস।
গানের এই উৎসবের জন্য উৎসাহের কমতি নেই স্থানীয় বাংলাদেশিদের মধ্যে।
ইতিমধ্যে টিকিট কেটে অনুষ্ঠানের অপেক্ষা করার কথা জানিয়েছেন বাংলাদেশি সমাজকর্মী আমিনুল রুবেল। তিনি বলেন, ‘জলের গানের ভক্ত আমি অনেক আগে থেকেই। তাদের “এমন যদি হতো”, “বকুল ফুল”, “পাতার গান”—এসব গানই অসাধারণ। অনেক দিনের শখ ছিল তাদের লাইভ কনসার্ট শোনার। ধন্যবাদ আয়োজকদের এই সুযোগ করে দেওয়ার জন্য।’