আট বছর পর চলতি বছরের জুলাইতে সপ্তম স্টুডিও অ্যালবাম ‘রেনেসাঁ’ মুক্তি দেন। আট বছর পর বিয়ন্সের অ্যালবাম অনুমিতভাবেই ঝড় তুলেছিল শ্রোতাদের মধ্যে। তখনই সমালোচকদের অনুমান ছিল, সামনের অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলোতেও রাজত্ব করবেন বিয়ন্সে। অনুমান সত্যি করে সংগীতের অন্যতম বড় পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৫তম আসরে সর্বোচ্চ ৯টি মনোনয়ন পেয়েছেন এই গায়িকা। খবর রয়টার্স
১৫ নভেম্বর রাতে ঘোষণা করা হয় গ্র্যামি মনোনয়ন। বিয়ন্সের পাওয়া ৯ মনোনয়নের মধ্যে আছে অ্যালবাম অব দ্য ইয়ার, সং অব দ্য ইয়ার, রেকর্ড অব দ্য ইয়ার-এর মতো গুরুত্বপূর্ণ ক্যাটাগরি। এবারের নয়টিসহ বিয়ন্সের মোট গ্র্যামি মনোনয়নের সংখ্যা দাঁড়াল ৮৮টি, যা তাঁর স্বামী জে-জেড-এর সমান। গ্র্যামির ইতিহাসের সর্বোচ্চ মনোনয়ন এখন যৌথভাবে এই তারকা দম্পতির দখলে।
এবার দ্বিতীয় সর্বোচ্চ আট মনোনয়ন পেয়েছেন র্যাপার কেনড্রিক লামার। যৌথভাবে সাতটি করে পেয়েছেন কার্লি ও অ্যাডেল। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস পেয়েছে তিনটি মনোনয়ন। ৬৫তম গ্র্যামির মনোনয়ন তালিকায় আছেন টেলর সুইফট। এবার তিনি পেয়েছেন চার ক্যাটাগরিতে। এর মধ্যে সং অব দ্য ইয়ার-এ মনোনয়ন পেয়েছেন তাঁর ‘অল টু ওয়েল’-এর জন্য।
সেরা গীতিকার, সুরকারসহ এবারের গ্র্যামিতে মোট নতুন পাঁচটি ক্যাটাগরি যুক্ত করা হয়েছে।
আগামী বছরের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে ৬৫তম গ্র্যামি অ্যাওয়ার্ডস।