ইকোস অব রেভল্যুশন কনসার্টে গাইছে চিরকুট
ইকোস অব রেভল্যুশন কনসার্টে গাইছে চিরকুট

ইকোস অব রেভল্যুশন

সু‌রের মূর্ছনা ছড়াল চিরকুট

রক গানে আফটারম্যা‌থের উন্মাদনা ছড়া‌নোর পর আর্মি স্টেডিয়ামে সুরের মূর্ছনা ছড়াল জনপ্রিয় ব্যান্ড চিরকুট।
সন্ধ্যায় ইকোস অব রেভল্যুশন কনসার্টে মঞ্চে আসে ব্যান্ডটি। শুরুতে বাদ্যযন্ত্রীরা জাতীয় সংগীতের সুর তোলেন। স্টেডিয়ামে দর্শকের আসনে বসে থাকা শ্রোতারা জাতীয় সংগীতের প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে পড়েন।
এরপর দেশাত্মবোধক গান ‘ধনধান্য পুষ্পভরা’ দিয়ে পরিবেশনা শুরু করে ব্যান্ডের ভোকা‌লিস্ট সু‌মি।

ইকোস অব রেভল্যুশন কনসার্টে চিরকুট

এরপর ‘ম‌রে যাব’, ‘জাদুর শহর’, ‘আহা‌রে জীবন’-এর ম‌তো গান দিয়ে ঘোরলাগা ছড়িয়ে দেয় ব্যান্ড‌টি। মোলায়েম সু‌রের এসব গানে যাতনা খুঁজে খুঁজে ফিরেছেন শ্রোতারা।
পরিবেশনা শেষে চিরকুট মঞ্চ ছাড়ার আগে দর্শকেরা মুহুর্মুহু করতালিতে ব্যান্ডটির প্রতি ভালোবাসা জানিয়েছেন।

চিরকুটের আগে আফটারম্যাথ, সেজান, হান্নান ও সিল‌সিলা গেয়েছে। চিরকুটের পর আর্ট‌সে‌লের মঞ্চে আসার কথা রয়েছে। শেষ আকর্ষণ হি‌সে‌বে রাত নয়টায় মঞ্চে আসবেন রাহাত ফ‌তেহ আলী খান।

বিকেল চারটায় সিল‌সিলার পরিবেশনা দিয়ে কনসার্ট শুরু হয়েছে।  
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য কনসার্টটি আয়োজন করছে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম।

আজ বেলা দুইটায় কনসার্টের দরজা খুলেছে। আগে থেকে আর্মি স্টেডিয়ামের সামনে সংগীত অনুরাগীদের দীর্ঘ সারি দেখা গেছে। সন্ধ্যা ঘনিয়ে রাত নামতে নামতে শ্রোতাদের উপস্থিতি বেড়েছে।

কনসার্টে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমসহ অনেকে উপস্থিত রয়েছেন।
আয়োজনটি উপস্থাপনা করেছেন জুলহাজ জুবা‌য়ের ও দীপ্তি চৌধুরী।