এল নতুন ব্যান্ড ‘হ্যালো’

এবার নতুন ব্যান্ড গঠন করলেন শফিক তুহিন। ছবি: সংগৃহীত
এবার নতুন ব্যান্ড গঠন করলেন শফিক তুহিন। ছবি: সংগৃহীত

এবার নতুন ব্যান্ড গঠন করলেন গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন। গত মাসে গঠন করেন এই গানের দল। দলটির নাম হ্যালো। ব্যান্ডটির সদস্য পাঁচজন। দলটি বাংলাদেশ টেলিভিশনে আজ গান শুনিয়ে যাত্রা শুরু করবে।

শফিক তুহিন জানান, আজ বাংলাদেশ টেলিভিশনে রাত ১০টার সংবাদের পর ঘণ্টাব্যাপী গান পরিবেশন করবে নতুন ব্যান্ডটি। অনুষ্ঠানে আটটি গান পরিবেশন করবে তারা। গানগুলো হলো ‘একটা মানুষ’, ‘তোমার লাগি’, ‘শ্রাবণী’, ‘হাড় কালা’, ‘তোমার চোখের আঙিনায়’, ‘রুপালি গিটার’, ‘আমি ভুল করেই যাব’ ও ‘বৈরাগী’ শিরোনামের গান।

শফিক তুহিন

শফিক তুহিন বলেন, ‘আমরা এর মধ্যে বেশ কিছু মৌলিক গানের কাজ হাতে নিয়েছি। সেই সঙ্গে দেশ-বিদেশে কনসার্টও করার পরিকল্পনা রয়েছে। শ্রোতাদের ভালো কিছু গান উপহার দেওয়াই আমাদের লক্ষ্য। তবে এই সময়ে শ্রোতারা যে ধরনের গান পছন্দ করেন, সেই ধরনের গান তৈরি করতে চাই। আজ আমার সংগীতগুরু আইয়ুব বাচ্চুকে ট্রিবিউট করে “রুপালি গিটার” গানটি পরিবেশন করছি।’

হ্যালো ব্যান্ডের ড্রামসে আছেন তাফসির খান, লিড গিটারে রাজীব মাহতাব, বেস গিটারে সাজীব মাহতাব, কি-বোর্ডে ঋষিকেশ রকি।

শফিক তুহিন