সংগীতজীবনের দীর্ঘ তিন দশক পার করেছেন নচিকেতা চক্রবর্তী। এখনো নিয়মিত ভারত ও ভারতের বাইরে গানের অনুষ্ঠান করেন তিনি। সংগীতজীবনের ৩১ বছরের সফর নিয়ে সম্প্রতি আনন্দবাজার পত্রিকাকে সাক্ষাৎকারে দিয়েছেন গায়ক। সেখানেই কথা বলেছেন প্রাপ্তি-অপ্রাপ্তি ও আক্ষেপ নিয়ে।
নচিকেতার গান মানে নিছক বিনোদন নয়। তাতে থাকে প্রাসঙ্গিকতার ছোঁয়া। গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হন। তাঁর নতুন গানে কি বুদ্ধদেব থাকবেন?
যা যোগ্যতা ছিল, তার থেকে অনেক বেশিই পেয়েছি। এর থেকে বেশি কিছু পাওয়ার ছিল না কোনো দিন। আগামী দিনেও আমার সে রকম কোনো চাওয়া নেই।নচিকেতা চক্রবর্তী
জবাবে সংগীতশিল্পী বললেন, ‘না, গানে বুদ্ধবাবু থাকবেন না। তবে বুদ্ধবাবু যে খুব ভালো মানুষ ছিলেন, তা বলা বাহুল্য। সংস্কৃতিমনা লোক ছিলেন।’ বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে তাঁর খুব ভালো সম্পর্ক ছিল। নানা বিষয়ে আলোচনা চলত, জানান নচিকেতা।
তিন দশকের সংগীত সফর। পেছন ফিরে তাকালে কী মনে হয়? শিল্পীর উত্তর, ‘ফিরে তাকালে মনে হয়, এই তো শুরু করলাম! ৩১ বছর কেটে গেল কীভাবে!’
তাঁর মতে, বাঙালি সংগীতশিল্পী হিসেবে সবকিছুই পাওয়া হয়ে গেছে। আক্ষেপের লেশটুকু নেই। বললেন, ‘যা যোগ্যতা ছিল, তার থেকে অনেক বেশিই পেয়েছি। এর থেকে বেশি কিছু পাওয়ার ছিল না কোনো দিন। আগামী দিনেও আমার সে রকম কোনো চাওয়া নেই।’
তবে আক্ষেপের কথা বলতে গিয়ে চার্লি চ্যাপলিনের উক্তি মনে করিয়ে দিলেন নচিকেতা, ‘আক্ষেপ একটাই। এই যে এতটা সময় পেরিয়ে গেল!’
গত জুলাই মাসে ঢাকায় একটি অনুষ্ঠানে গাওয়ার কথা ছিল নচিকেতার। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় অনুষ্ঠানটি বাতিল করা হয়। এ প্রসঙ্গে নচিকেতা আনন্দবাজারকে বলেন, ‘উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে, অনুষ্ঠানটি পরে হবে। আরও দু-তিনটি অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে। দেখা যাক। বাংলাদেশের পরিস্থিতি তো এখন অন্য রকম।’