দুই মেয়ের সঙ্গে জাকির হোসেন
দুই মেয়ের সঙ্গে জাকির হোসেন

জাকির হোসেনের সন্তানেরা কে কী করেন

কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন মারা গেছেন। মৃত্যুকালে স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন তিনি। জাকির হোসেন পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে থিতু হয়েছিলেন।

কত্থক নৃত্যশিল্পী ও শিক্ষক আনতোনিয়া মিনেকোলাকে বিয়ে করেছিলেন জাকির হোসেন। আনতোনিয়া জাকির হোসেনের ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন।

এই দম্পতির সংসারে দুই মেয়ে রয়েছে। দুজনেরই জন্ম যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে। বড় মেয়ে আনিসা কুরেশির বয়স ৩৯ বছর। ইউনিভার্সিটি অব কালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস থেকে স্নাতকোত্তর আনিসা পেশায় একজন চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক।

জাকির হোসেন ও আনতোনিয়া মিনেকোলার ছোট মেয়ে ইসাবেলা কুরেশির বয়স ৩৭ বছর। ইসাবেলা নৃত্যশিল্পী হিসেবে প্রশিক্ষণ নিয়েছেন। নাচ নিয়ে ডিগ্রিও রয়েছে তাঁর।

জাকির হোসেন সব সময় চেয়েছেন, তাঁর সন্তানেরা গৎবাঁধা অফিসের কাজের বাইরে সৃজনশীল কিছু করুক। বাবার চাওয়াতেই সৃজনশীল কাজে যুক্ত রয়েছেন আনিসা ও ইসাবেলা।

পরিবারের সঙ্গে জাকির হোসেন

আনিসার জারা নামে ৯ বছর বয়সী মেয়ে রয়েছে। নাতনির সঙ্গে জাকির হোসেনের বন্ধনটা দৃঢ় ছিল। মাঝেমধ্যে নাতনির সঙ্গে ছবি পোস্ট করতেন এই কিংবদন্তি তবলাবাদক।

২০১৫ সালে মুম্বাই মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে জাকির হোসেন বলেছিলেন, তাঁর দুই মেয়েই পিয়ানো বাজাতে ও গাইতে পারেন। বড় মেয়ে আনিসাকে নিয়ে বলেছিলেন, ‘সে চারটি স্বাধীন চলচ্চিত্র নির্মাণ করেছে; এর মধ্যে একটি ভৌতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও রয়েছে।’

জাকির হোসেনের পরিবারের সদস্যদের মধ্যে দুই ভাই তৌফিক কুরেশি, ফজল কুরেশি ও বোন খুরশিদ আউলিয়া রয়েছেন।

ভারতীয় ধ্রুপদি সংগীতের একজন পুরোধা হিসেবে বিবেচনা করা হয় জাকির হোসেনকে। কিংবদন্তি তবলাবাদক আল্লারাখার প্রথম সন্তান জাকির হোসেনের জন্ম ১৯৫১ সালে ভারতের মুম্বাই শহরে। ৩ বছর বয়স থেকে বাবার কাছে তবলায় তাঁর হাতেখড়ি। ১২ বছর বয়সে বাবার সঙ্গে প্রথম কনসার্ট। ১৯৭০ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।