বিয়ে নিয়ে আলোচনার মধ্যে ‘একা ঘর আমার’ শিরোনামে নতুন গান নিয়ে এলেন তারকা সংগীতশিল্পী তাহসান রহমান খান। আজ রাতে গুলশান ১-এর এক রেস্তোরাঁয় গানটি প্রকাশিত হয়েছে।
অনুষ্ঠানে তাহসান বলেন, ‘প্রতিবছরই কাজের পরিকল্পনা করি। এ বছর অনেক বেশি গানের পরিকল্পনা করেছি। এর মধ্যে চারটা গান করেছি। এর মধ্যে একা ঘর আমার প্রকাশিত হলো। গানটা বেঁচে থাকবে। গানটা হয়তো দেশজুড়ে তোলপাড় করবে না কিন্তু গানটা বেঁচে থাকবে।’
ইতিমধ্যে চারটি গান করেছেন তিনি। এ ছাড়া একটি ইংরেজি গান রয়েছে, জংলি সিনেমায়ও গেয়েছেন এই তারকা।
গত শনিবার বিয়ের খবর দেন তাহসান। এরপর থেকে সামাজিক মাধ্যমে ট্রেন্ডিংয়ে রয়েছেন তিনি। ফলে গান ছাপিয়ে বিয়ে নিয়েও একাধিক প্রশ্ন করেছেন সাংবাদিকেরা। তবে বিয়ের প্রশ্নে শব্দ খরচ করেছেন কম।
স্ত্রী রোজা আহমেদের কোন বিষয়টি ভালো লাগে—এমন প্রশ্নের জবাবে তাহসান বলেন, ‘আমি একজন সাধারণ মানুষ। বিষয়টি নিয়ে কথা বলে ন্যাশনাল ইস্যু হতে চাই না। ধন্যবাদ।’
এর মধ্যে বিয়ের অনুভূতি চান এক সাংবাদিক। বিষয়টি নিয়ে তাহসানের ছোট্ট উত্তর, অনুভূতিটা অসাধারণ।
বিয়ের পর সামাজিক মাধ্যমে বেশ কিছু প্রশ্ন এসেছে, সেটা নিয়ে কী বলবেন? আরেক প্রশ্নে তাহসানের ভাষ্য, ‘আমি শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা পাচ্ছি, এটা নিয়ে আমি খুবই আনন্দিত। সব দেশেই নেগেটিভিটি থাকে, আমাদের দেশে একটু বেশি চর্চা হয়। কাটতির জন্য এটা ঘটে। আমার কাজ গান করা, গান করে যাব।’
‘একা ঘর আমার’ শিরোনামে গানটি প্রযোজনা করছে অনুপম রেকর্ডিং মিডিয়া। ‘গানটি গাওয়ার পাশাপাশি লিখেছেন, সুরও বেঁধেছেন তাহসান। দ্বৈত গানে তাহসানের সঙ্গে গেয়েছেন সিঁথি সাহা। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।
অনুষ্ঠানে সংগীতশিল্পী সিঁথি সাহা বলেন, তাহসান ভাইয়া যেমনটা বলছিলেন, প্রেম যত দিন থাকবে, স্যাডনেস তত দিন থাকবে। এই গানটাও স্যাড রোমান্টিক। চমৎকার একটি গান।’
অনুপম রেকর্ডিং মিডিয়ার স্বত্বাধিকারী আনোয়ার হোসেন বলেন, গানটি ভালো হয়েছে। গানটা করার জন্য তাহসান ভাইকে ধন্যবাদ। সিঁথিকে ধন্যবাদ। অনুষ্ঠানে সাজিদ সরকারসহ অনেকে উপস্থিত ছিলেন।