র‍্যাপার হান্নান। ছবি: ফেসবুক থেকে
র‍্যাপার হান্নান। ছবি: ফেসবুক থেকে

‘আওয়াজ উড়া’ কনসার্টে গাইবেন হান্নান

ছাত্র-জনতার অভ্যুত্থানে উন্মাদনা ছড়িয়েছে বাংলা র‍্যাপ সংগীত। এই ধারারই একটি ভাইরাল গান ‘আওয়াজ উডা’র জন্য নারায়ণগঞ্জের র‍্যাপার হান্নানকে জেলে পর্যন্ত যেতে হয়েছে।

সেই গানের আদলে গণ–অভ্যুত্থানের গান নিয়ে এবার ‘আওয়াজ উড়া’ নামে একটি কনসার্টের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগ। আগামীকাল সন্ধ্যা ছয়টায় নন্দন মঞ্চে এই আয়োজনে র‍্যাপার হান্নানও গাইবেন।

শিল্পকলা একাডেমি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই আয়োজনে নিজেদের ভাষায় গান করবেন লুম্বিনী চাকমা, ধর্মচন্দ্রা তঞ্চঙ্গ্যা, ডিউক মুরমু ও সমাপন স্মাল। আরও থাকছে নারীদের ব্যান্ড এফ মাইনর, ডিমোক্রেজি ক্লাউনস, সংগীতশিল্পী আহমেদ হাসান সানি।

আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনার শুরুতেই সমবেত সংগীত ‘চল চল চল’ পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীরা। সমবেত সংগীত ‘আমরা করব জয়’ ও ‘নীল নির্বাস’ পরিবেশন করবে ডিমোক্রেজি ক্লাউনস। আহমেদ হাসান সানি ও এফ মাইনরের পর গাইবে যিন ব্রাদার্স।

সবশেষে সমবেত সংগীত ‘মোরা ঝঞ্ঝার মত’ পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীরা।

এ আয়োজনে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ, বিশেষ অতিথি থাকবেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে শহীদ তাহীর জামান প্রিয়র মা শামসী আরা জামান। অনুষ্ঠানটি উদ্বোধন করবেন বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত মোহাম্মদ আশরাফুল।

স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান। ‘আওয়াজ উড়া’ সবার জন্য উন্মুক্ত থাকবে।