গানে প্রথমবারের মতো এক হলো চ্যানেল আই ও গানবাংলা টেলিভিশন। গত শুক্রবার ঈদ উপলক্ষে প্রকাশিত হয়েছে গান ‘ভুল করো না’। লিরিক্যাল ভিডিও আকারে প্রকাশিত গানটি চ্যানেল আই ও গানবাংলার ফেসবুক পেজে একযোগে প্রকাশিত হলেও জানানো হয়নি গানটি সম্পর্কে কোন তথ্য। কেননা, গানটিকে কেন্দ্র করে একটি ‘ঈদ মিউজিক কুইজ’–এর আয়োজন করেছে চ্যানেল দুটি।
‘কথা হবে ভেবে, ভুল করো না, কথা হবে না, আর হবে না। দেখা হবে ভেবে, ভুল করো না, দেখা হবে না, আর হবে না। বিদায় বন্ধু বিদায়!’ এমন কথায় রক ঘরানার গানটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা দেখা গেছে।
অনেকেই এ গান শুনে স্মৃতিচারণা করেছেন মন্তব্যের ঘরে, বাংলা ব্যান্ডের সোনালি অতীতে ফিরে গেছেন, নব্বই দশকের ব্যান্ড গানের সঙ্গে তুলনা করেছেন। অনেকেই গানটির সুরকার, গীতিকারের পরিচয় জানতে চেয়েছেন। সংগীতশিল্পী রাফা তাঁর সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন ‘আমি ইতিমধ্যেই আঁচ করতে পারছি, এটা কার গান। তবে এখনই বলছি না। দারুণ উপভোগ্য একটি গান।’
তবে গানটি কে গেয়েছেন? কে লিখেছেন? কে সুর করেছেন কিংবা কোন প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই বা গানটি আসছে? এসব প্রশ্নের বৈচিত্র্যময় উত্তর ঘুরপাক খাচ্ছে শ্রোতাদের মনে। আর এ চারটি প্রশ্নের উত্তরই জানতে চেয়েছে চ্যানেল আই ও গানবাংলা তাদের ‘ঈদ মিউজিক কুইজ’ আয়োজনে। ঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে শুধু নির্বাচিত একজন ভাগ্যবানকেই পুরস্কার হিসাবে প্রদান করা হবে নগদ এক লাখ টাকা। চ্যানেল সূত্রে জানা যায়, ইতিমধ্যেই কুইজে অংশ নিতে শুরু করেছেন শ্রোতারা। গানের কমেন্ট বক্সেও বৈচিত্র্যময় উত্তর আসছে।
নেটিজেনরা বলছেন, গানের জন্য এমন লাখ টাকার পুরস্কারের নজির মিউজিক ইন্ডাস্ট্রিতে আগে দেখা যায়নি।
তবে পুরস্কারের অঙ্ক কিংবা কুইজের চমক ছাপিয়ে ঈদে এমন একটি গানকে প্রাপ্তি হিসেবে মনে করছেন শ্রোতারা। বাংলা গানের সুদিন আবার ফিরে আসছে, গানটি শুনে এমন মন্তব্যও করছেন কেউ কেউ।
পুরস্কার জিতে নিতে কিছু নিয়ম জুড়ে দেওয়া হয়েছে গানের সঙ্গে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে, কুইজের সঠিক উত্তর লিখে নিজের নাম ও মুঠোফোন নম্বরসহ আগামী ৩০ এপ্রিল ২০২৩–এর মধ্যে bhulkorona@gmail.com নামের মেইল ঠিকানায় পাঠানোর কথা বলা হয়েছে। পাশাপাশি #bhulkorona লিখে গানটি শেয়ার করতে হবে নিজের ফেসবুক ওয়ালে।