গত রোববার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে গায়ক আকবরের ডান পা কেটে ফেলা হয়েছে। এখনো এই গায়কের চিকিৎসা চলছে। চার দিন পরপর ড্রেসিং করায় গত বৃহস্পতিবার তিনি বাসায় ফিরেছেন। পায়ের চিকিৎসাধীন অবস্থায় এই গায়কের স্ত্রী কানিজ ফাতেমা জানালেন, আগামী সপ্তাহে আকবরকে নিয়ে ভারতে যাচ্ছেন।
কানিজ ফাতেমা বলেন, ‘পা কেটে ফেলার পরে ডাক্তারেরা জানিয়েছিলেন চার দিন পরে ড্রেসিং করতে হবে। আমরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে বাসায় থেকে চার দিন পরে হাসপাতালে গিয়ে ড্রেসিং করিয়ে আসব। আর অপারেশনের ১৪ দিন পরে সেলাই খুলতে হবে। এর মধ্যে তাঁর (আকবর) কিডনি ও লিভারের সমস্যা বেড়ে যাচ্ছিল। এটার চিকিৎসার জন্য ভারতে যেতে হবে। গত পরশুদিন আমরা সিদ্ধান্ত নিয়েছি, সব ঠিক থাকলে আগামী সপ্তাহে ভারতে যাব।’
এবার কিডনি ও লিভারের চিকিৎসার জন্য ভারতে যেতে হচ্ছে। এর মধ্যে কিডনি রোগে আক্রান্ত হয়ে কয়েক দফায় দেশে ও দেশের বাইরে চিকিৎসা নিয়েছেন আকবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর চিকিৎসার জন্য ২০ লাখ টাকাও অনুদান দিয়েছিলেন। আকবরের স্ত্রী কানিজ এ প্রসঙ্গে বলেন, ‘পায়ের পুরো চিকিৎসা দেশে সম্ভব ছিল। এর মাঝে যেহেতু আমরা কিডনি ও লিভারের সমস্যায় ভারতে থাকব, তাই সিদ্ধান্ত নিয়েছি ভারতেই তাঁর কৃত্রিম পা লাগাব। অনেকেই বলছে এটা ভালো হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
কিশোর কুমারের ‘একদিন পাখি উড়ে’ নতুন করে গেয়েছিলেন আকবর আলী গাজী। সবার কাছে তিনি আকবর নামে পরিচিত। হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে এই গান তাঁকে আলোচনায় নিয়ে আসে। এরপর ‘তোমার হাতপাখার বাতাসে’ গানটি দেশ-বিদেশের দর্শক-শ্রোতার কাছে তাঁকে পরিচিত করে তোলে। গায়ক হিসেবে পরিচিতি পাওয়ার আগে যশোরে রিকশা চালাতেন আকবর। খুলনার পাইকগাছায় জন্ম হলেও আকবরের বেড়ে ওঠা যশোরে। গান শেখা হয়নি। তবে আকবরের ভরাট কণ্ঠের কদর ছিল যশোর শহরে। সে কারণে স্টেজ শো হলে ডাক পেতেন তিনি।
২০০৩ সালে যশোর এম এম কলেজের একটি অনুষ্ঠানে গান গেয়েছিলেন আকবর। বাগেরহাটের এক ব্যক্তি আকবরের গান শুনে মুগ্ধ হন। তিনি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে চিঠি লেখেন আকবরকে নিয়ে। এরপর ‘ইত্যাদি’ কর্তৃপক্ষ আকবরের সঙ্গে যোগাযোগ করে। ওই বছর ‘ইত্যাদি’ অনুষ্ঠানে কিশোর কুমারের ‘একদিন পাখি উড়ে’ গানটি গেয়ে রাতারাতি পরিচিতি পেয়ে যান আকবর।