উত্তমকুমার রায়
উত্তমকুমার রায়

এসেছে উত্তমের নতুন ৫ গান

এবারের শারদীয় দুর্গাপূজায় এসেছে সংগীতশিল্পী উত্তম রায়ের নতুন পাঁচটি গান। সব কটি গানই মুক্তি পেয়েছে মিউজিক ভিডিও আকারে, শিল্পীর নিজের ইউটিউব চ্যানেলে। এর মধ্যে তিনটি নজরুলসংগীত ও দুটি মৌলিক আধুনিক গান। সব কটি গান শিল্পীর নিজের হোমস্টুডিওতে বানানো।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন আসা অ্যালবামের মৌলিক গান দুটির কথা, সুর ও সংগীত উত্তমের নিজের। গান দুটির শিরোনাম ‘মেঘনার তীরে যেতে যেতে, মন দেয়া–নেয়ার কত গীতে’ ও ‘মেঘনা নদীর তীরে আমার সুখের ধাম সুবর্ণগ্রাম’। রয়েছে কাজী নজরুলের তিনটি গান, ‘আয় মা উমা! রাখ্‌ব এবার ছেলের সাজে সাজিয়ে তোরে’, ‘মাগো চিন্ময়ী রূপ ধ’রে আয়’, ‘খড়ের প্রতিমা পূজিস্‌ রে তোরা, মাকে ত’ তোরা পূজিস্‌নে’।

সব কটি গানই মুক্তি পেয়েছে মিউজিক ভিডিও আকারে, শিল্পীর নিজের ইউটিউব চ্যানেলে

উত্তম রায়ের গান গাওয়ার শুরু ছেলেবেলা থেকেই। স্কুল থেকে বিশ্ববিদ্যালয়জীবনে সংগীতশিল্পী হিসেবে অনেক পুরস্কার অর্জন করেছেন। উত্তমের পড়াশোনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বিষয় সমাজবিজ্ঞান। নজরুল ইনস্টিটিউট থেকে ডিপ্লোমায় প্রথম শ্রেণিপ্রাপ্ত ও সরকারি এই প্রতিষ্ঠানের নজরুলের প্রশিক্ষক হিসেবে নির্বাচিত। এ ছাড়া রবীন্দ্রভারতী থেকে বিমিউজ করেছেন।

উত্তমকুমার রায়

বাংলাদেশ ও ভারতের খ্যাতিমান সব সংগীতজ্ঞের কাছে তালিম নিয়েছেন। এখন নিজেও গান শেখান। উত্তম একটি বেসরকারি মহিলা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিষয়ের সহযোগী অধ্যাপক। গণমাধ্যমকর্মী হিসেবেও কাজ করছেন দীর্ঘদিন। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে মূলত নজরুলসংগীত ও আধুনিক গান করেন উত্তম। তিনি বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত সুরকার ও সংগীত পরিচালকও।
শিল্পীর পরিচিতি পাওয়া গানগুলার মধ্যে রয়েছে ‘ভালোবাসার ময়না’, ‘আমার চোখের জলে বহে নদী’, ‘পরাণবন্ধু’ ইত্যাদি।