সেলেনা গোমেজ। এএফফি
সেলেনা গোমেজ। এএফফি

রান্নার অনুষ্ঠান করতে গিয়ে সেলেনার দাদির স্মৃতি মনে পড়েছে

ইদানীং সেলেনা গোমেজের গায়িকা পরিচয় খানিকটা আড়ালে পড়ে গেছে তাঁর অভিনয় প্রতিভার কারণে। অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং-এর কল্যাণে সেরা অভিনেত্রী হিসেবে গোল্ডেন গ্লোবে মনোনয়ন পেয়েছেন তিনি। সেই সেলেনার দক্ষতা সঞ্চালনাতেও কম নয়। তাঁর শো ‘সেলেনা প্লাস শেফ’ শুরুর পর থেকেই প্রশংসিত হয়েছে। এবার সেই রান্নার অনুষ্ঠান সঞ্চালনা নিয়ে ইনস্টাগ্রামে কথা বলেছেন সেলেনা।

২০২০ সালে এইচবিও ম্যাক্সে ‘সেলেনা প্লাস শেফ’-এর প্রচার শুরু হয়। গত বছর পর্যন্ত অনুষ্ঠানটির চারটি সিজন প্রচারিত হয়। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে সেলেনার অতিথি হয়েছেন বিশিষ্ঠ ব্যক্তিরা।

রান্নাবিষয়ক অনুষ্ঠান ছিল সেলেনার জন্য নতুন অভিজ্ঞতা। সম্প্রতি ইনস্টাগ্রামে এই গায়িকা-অভিনেত্রী জানান, অনুষ্ঠানটি করতে গিয়ে তাঁর দাদির স্মৃতি মনে পড়েছে। সেলেনা বলেন, ‘আমার দাদি রান্না করতে পছন্দ করতেন। অনুষ্ঠান সঞ্চালনা করতে গিয়ে আমার বারবার তাঁর সঙ্গে খাওয়ার স্মৃতি মনে পড়ে যাচ্ছিল।’ একই প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘দাদির সঙ্গে আমি রান্নাঘরেই বাস করেছি বলা যায়, তিনি যখন রাঁধতেন, আমি বসে থাকতাম। রান্নার অনুষ্ঠান সঞ্চালনা করার সময় বারবার বাড়ির কথা মনে পড়ত।’

রান্নাবিষয়ক অনুষ্ঠান ছিল সেলেনার জন্য নতুন অভিজ্ঞতা

সেলেনা জানান, তিন বছর আগে তিনি অনুষ্ঠানটি সঞ্চালনা শুরু করেছিলেন নতুন রান্না শেখার আগ্রহ থেকেই। ‘সুশি নিয়ে আমার আগ্রহ আছে। তারকা শেফদের থেকে আমি সুশি রান্না শিখতে চেয়েছিলাম। যদিও অনুষ্ঠানে এখন পর্যন্ত সে সুযোগ হয়নি, ভবিষ্যতে সেটা নিশ্চয় হবে,’ বলেন তিনি।

সেলেনা গোমেজ

ইনস্টাগ্রামে সেলেনা এটাও জানান, যে কারও কাছ থেকে রান্নার তালিম নিতে প্রস্তুত তিনি। মাঝেমধ্যেই যেমন তিনি শেখেন ১০ বছর বয়সী বোনের কাছ থেকে। সেলেনা বলেন, ‘অনেকেই হয়তো ভাববেন, ১০ বছর বয়সী বোনের কাছ থেকে কী শেখার আছে। কিন্তু আমি বলছি, বয়সের ব্যবধান যতই থাকুক, শিক্ষক হিসেবে ও দারুণ।’

এই গায়িকা-অভিনেত্রী জানান, মানুষের সঙ্গে মেশার ও নতুন নতুন ভাবনা জানার খুব আগ্রহ তাঁর। এ জন্যই রান্নার অনুষ্ঠান সঞ্চালনা করতে রাজি হয়ে গিয়েছিলেন। একই কারণে তিনি মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতে ডাকলে যেকোনো অনুষ্ঠানে হাজির হয়ে যান।

সেলেনা গোমেজ