গতকাল সোমবার ছিল মহান বিজয় দিবস। রাজধানীজুড়ে উৎসবের আবহ। বিজয় দিবসের আনন্দ যেন আরও বাড়িয়ে দিয়েছে ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্ট। রাজধানী ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে এ কনসার্টের আয়োজন করে ‘সবার আগে বাংলাদেশ’ নামের একটি সংগঠন। বিএনপির উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় সম্প্রতি এ সংগঠনের যাত্রা শুরু হয়েছে। স্মরণকালের মধ্যে অন্যতম বড় এই কনসার্টের পুরোটা সময় গানের তালে তালে বিজয়ের উৎসবে মাতেন হাজারো দর্শক-শ্রোতা। ছবিতে দেখে নেওয়া যাক তারই একঝলক—