টোয়াইস ব্যান্ডের জিহিয়োকে কতটা জানেন

আট বছরের ক্যারিয়ারের প্রথমবারের মতো একক অ্যালবাম নিয়ে এসেছেন কোরীয় ব্যান্ড ‘টোয়াইস’–এর দলনেতা পার্ক জিহিয়ো। তাঁকে নিয়ে থাকল আরও তথ্য।
গানে নাম লেখানোর আগে নাম পরিবর্তন করেছেন পার্ক জিহিয়ো, তাঁর আগের নাম ছিল পার্ক জিসু
ছবি: ইনস্টাগ্রাম
মাত্র আট বছর বয়সে একটি প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জনের পর জেওয়াইপি এন্টারটেইনমেন্টে ১০ বছর শিক্ষানবিশ হিসেবে যুক্ত ছিলেন জিহিয়ো। ২০১৫ সালে টোয়াইসে যোগ দেন তিনি
ছবি: ইনস্টাগ্রাম
২০২০ সালে কোরীয় গায়ক কং ড্যানিয়েলের সঙ্গে প্রেম করেছেন তিনি, এক বছরের ব্যবধানে দুজনের বিচ্ছেদ হয়েছে
গত শুক্রবার ‘জোন’ নামে অ্যালবামটি প্রকাশ করেছেন জিহিয়ো। অ্যালবামে ‘কিলিং মি গুড’, ‘ক্লোজার’সহ সাতটি গান রয়েছে
২৬ বছর বয়সী এই গায়িকা গানে নাম লেখানোর আগে টুকটাক মডেলিংও করেছেন