পেশাদার সংগীতজীবনে বাপ্পা মজুমদার এর তিন দশক পূর্তি উপলক্ষে ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের ৩ নম্বর মিলনায়তনে একক সংগীতানুষ্ঠানের আয়োজন করে ক্যারট কম। ‘অ্যালাইভ এক্সপেরিয়েন্স চ্যাপ্টার ওয়ান বাপ্পা মজুমদার’ শিরোনামের এ কনসার্টে তিন ঘণ্টার বেশি সময় ধরে গান পরিবেশন করেন বাপ্পা। বিশেষ কনসার্টের মাধ্যমে মিলনায়তনে উপস্থিত দর্শকের সামনে তিন দশকে বাপ্পা মজুমদারের বহুমাত্রিক সংগীতজীবনের নানা দিকও তুলে ধরা হয়। বাপ্পার সঙ্গে বিশেষ এ আয়োজনে গান গেয়েছেন তাঁর অনুজ চার শিল্পী কনা, কোনাল, শুভ ও জয়ীতা। ‘বৃষ্টি’ শিরোনামের গান দিয়ে শুরু হয়ে ‘বাজি’ দিয়ে যখন শেষ হয়, তখন ঘড়ির কাঁটায় রাত ১১টা, মিলনায়তন ছিল শ্রোতায় পরিপূর্ণ।